
মা হয়েছেন টেলিভিশন ও রিয়্যালিটি শোয় জনপ্রিয় মুখ প্যারিস হিলটন। হলিউডের এই অভিনেত্রীর বয়স ৪১ বছর। গতকাল মঙ্গলবার সারোগেসির মাধ্যমে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন প্যারিস।
আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সদ্যোজাত সন্তানের ছবি পোস্ট করে প্যারিস লিখেছেন, ‘তোমায় এত ভালোবাসি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’
প্যারিসের মা হওয়ায় অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এমনকি তার পোস্টের নিচে কমেন্ট করেছেন কিম কারদাশিয়ান। তিনি লিখেছেন, ‘আরে! দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা।’
এক বছরের কিছু বেশি সময় ধরে প্রেমের পর ২০২১ সালে কার্টারকে বিয়ে করেছিলেন প্যারিস। এটিই প্যারিস-কার্টারের প্রথম সন্তান।
নিজের স্বামী ও সন্তানের বিষয়ে প্যারিস লিখেছেন, ‘আমার স্বপ্ন ছিল মা হব। জীবন বদলে যায় কার্টারকে পেয়ে। পরস্পরকে আমরা খুঁজে পেয়েছি। আমাদের পরিবার এখন আরও সুন্দর। নতুন পথ চলব একসঙ্গে। নবজাতকের জন্য ভালবাসায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’
এর আগে এক সাক্ষাৎকারে প্যারিস জানিয়েছিলেন, তিনি জমজ বাচ্চার মা হতে চান। এক সন্তানের মা হওয়ার পর তিনি আরও অনেক সন্তানের মা হওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন।