
চিত্রনায়ক সিয়াম আহমেদ। দহন খ্যাত এই অভিনেতা বর্তমান প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। ২০১২ সালে ছোটপর্দায় কাজ করে পরিচিতি পান। এরপর আর পেছনে ফিরতে হয়নি তাকে। ২০১৭ সালে ‘পোড়ামন-২’ দিয়ে সিনেমায় নাম লেখান তিনি।
সিয়াম এর মধ্যেই বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। বর্তমানে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তার সদ্য প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া অ্যাকশন সিনেমা ‘শান’ এর জন্য। তার এই উজ্জ্বল ক্যারিয়ারে নানা অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন। তবে আপনি কী জানেন সিয়ামের প্রিয় অভিনেত্রী কে?
সম্প্রতি এক সাক্ষাতকারে প্রিয় অভিনেত্রীর কথা জানতে চাইলে সিয়াম তিনজন অভিনেত্রীর কথা বলেন। সিরিয়াল অনুযায়ী প্রথমে পূজা চেরির কথা বলেন এই অভিনেতা। পরে শবনম বুবলি ও বিদ্যা সিনহা মিমের কথা বলেন তিনি।