কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ফ্ল্যাট খালি, আবাসিক সংকটে শিক্ষার্থীরা’

‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ফ্ল্যাট খালি, আবাসিক সংকটে শিক্ষার্থীরা’

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের বলেছেন, উন্নয়ন প্রকল্পের আওতায় উল্লেখযোগ্য সংখ্যক পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য আবাসিক ভবন ও হল নির্মাণ করা হচ্ছে।

কিন্তু সরেজমিনে দেখা গেছে, কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের জন্য নির্মিত বহুতল ভবনের অধিকাংশ ফ্ল্যাটই খালি পড়ে আছে। অন্যদিকে আবাসিক সংকটের কারণে ক্যাম্পাসের বাইরে থাকতে বাধ্য হচ্ছে শিক্ষার্থীরা।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মোতাবেক কর্মসম্পাদন, প্রমাণক সংরক্ষণ ও কমিশনে প্রেরণসংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ে ও পরিকল্পনামাফিক বাস্তবায়নের পরামর্শও দিয়েছেন তিনি। এসব প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করতে তদারকি জোরদার করবে ইউজিসি।

আজ বৃহস্পতিবার ইউজিসি অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান।

অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, যে ভবনটি প্রকৃত প্রয়োজন সেটি উন্নয়ন প্রকল্পে যুক্ত করা প্রয়োজন। অপ্রয়োজনে ভবন নির্মাণ করা হলে শুধু রাষ্ট্রীয় সম্পদের অপচয় হবে। যেসব বিশ্ববিদ্যালয়ে আবাসিক ভবন খালি পড়ে রয়েছে সেসব বিশ্ববিদ্যালয়কে নতুন করে উন্নয়ন প্রকল্পে একই ধরনের ভবন নির্মাণের বিষয়টি যুক্ত না করার পরামর্শ দেন তিনি।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীর গতি সম্পর্কে অধ্যাপক মো. আবু তাহের বলেন, অনেক বিশ্ববিদ্যালয়ে প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ে শেষ হচ্ছে না। এক্ষেত্রে বারবার তারা সময় ও ব্যয় বৃদ্ধির জন্য আবেদন করছেন। এতে সরকারের ব্যয় বেড়ে যাচ্ছে।

উন্নয়ন প্রকল্পে অনিয়ম সম্পর্কে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েছেন। শিক্ষকদের বিরুদ্ধে এসব অনিয়মের তদন্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক।

নব-প্রতিষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নকশা নান্দনিক করা এবং পর্যাপ্ত আলো ও বাতাস প্রবাহের ব্যবস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম এমনভাবে তৈরি করা হচ্ছে যেন এসি লাগবেই। সেখানে পর্যাপ্ত ভেন্টিলেশন রাখা হচ্ছে না। এতে করে বিদ্যুতের ব্যবহার বাড়ছে এবং সরকারের খরচ বৃদ্ধি পাচ্ছে।

উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়ক বারবার সংস্কার প্রসঙ্গে অধ্যাপক আবু তাহের বলেন, অনেক বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তা বছরে তিনবার রাস্তা সংস্কার করারও উদাহরণ আছে। নিম্নমানের নির্মাণসমাগ্রী ব্যবহারের ফলেই এ ঘটনা ঘটছে।

এ ছাড়া, তিনি বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ যাতে ইন্টারেক্টিভ হয় সেভাবে তৈরি করা, পরীক্ষার হল ও লেকচার থিয়েটার রাখা, পাঠাগার ভবন ছোট ও ই-রিসোর্স সমৃদ্ধ করা, ল্যাবরেটরি আধুনিক ও প্রযুক্তিনির্ভর করা, পদবি পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রাধিকারের ভিত্তিতে আসবাবপত্র পরিবর্তন থেকে বিরত থাকার পরামর্শ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের প্রত্যেকটি অন্যায়ের রেকর্ড আছে : রিজভী

স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই হবে: প্রতিমন্ত্রী

শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

ইসরায়েলি হামলার পর ইরান এখন কী করবে

ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

১৩ বছর পর বাংলাদেশে আসছে জাল ব্যান্ড

নতুন ওয়েব ফিল্মে মেহজাবীন

আওয়ামী লীগ দেশকে মগের মুল্লুকে পরিণত করেছে : মির্জা ফখরুল

দুই হলুদের পরও মার্তিনেজ কেন পেলেন না লাল কার্ড?

রাজধানীর শিশু হাসপাতালে আগুন

১০

ইসরায়েলের হামলা / মসজিদে জড়ো হচ্ছেন ইরানি নারী-পুরুষরা

১১

১১৫ বোতল ফেনসিডিলসহ আটক ৫ মাদক কারবারি

১২

ইরানে হামলার পর নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল অস্ট্রেলিয়া

১৩

আত্রাই নদী এখন মরা খালে পরিণত, দুশ্চিন্তায় কৃষক-জেলেরা

১৪

শীর্ষে ফেরা কঠিন মোস্তাফিজের

১৫

রেখা ট্র্যাজেডি হার মানাবে হৃদয়বিদারক সিনেমাকেও

১৬

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন / ডিপজলকে নিয়ে ভয় কাজ করছে না : নিপুন

১৭

শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৮

ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার যা হলো

১৯

ইরানে ইসরায়েলের হামলা পর বেড়েছে জ্বালানি তেলের দাম

২০
*/ ?>
X