
গবেষণার কাজের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে পলি ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ডেভেলপমেন্ট অব স্মার্ট ফাস্ট চার্জার অ্যান্ড ভার্চুয়াল টেস্টিং প্লাটফর্ম ফর ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারিস গবেষণা প্রোজেক্টে দুই বছরে ৫০ লাখ টাকা দেবে পলি ক্যাবলস।
প্রোজেক্টটি বুয়েটের ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পরিচালিত হয়। এছাড়া ল্যাবরেটরি সাপোর্ট হিসেবে আরও ২০ লাখ টাকা দেবে প্রতিষ্ঠানটি।