কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ক্যাম্পাস চালু করবে মালয়েশিয়ান ইউসিএসআই বিশ্ববিদ্যালয়

বাংলাদেশে ক্যাম্পাস চালু করবে মালয়েশিয়ান ইউসিএসআই বিশ্ববিদ্যালয়

বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাসের কার্যক্রম শুরু করতে যাচ্ছে মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি। আজ শুক্রবার সকালে মালয়েশিয়ার কুয়ালালামপুরের এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী দাতো সেরি মোহাম্মদ খালেদ নরডিন প্রধান অতিথি থেকে এই শাখা ক্যাম্পাস চালুর ঘোষণা দেন।

বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসটি রাজধানী ঢাকার বনানীতে স্থাপন করা হচ্ছে এবং এ বছরের মে মাসে এর একাডেমিক কার্যক্রম শুরু করবে। ইতোমধ্যে বাংলাদেশে প্রথম শাখা ক্যাম্পাস হিসেবে সরকারের অনুমোদন লাভ করেছে বিশ্ববিদ্যালয়টি।

অনুষ্ঠানে উচ্চ শিক্ষামন্ত্রী দাতো সেরি মোহাম্মদ খালেদ নরডিন বলেন, এই শাখা উদ্বোধনটি মালয়েশিয়ার উচ্চশিক্ষাকে মন্ত্রণালয়ের আন্তর্জাতিকীকরণের পরিকল্পনার অংশ।

তিনি বলেন, ইউসিএসআই ইউনিভার্সিটি, বাংলাদেশ-মালয়েশিয়ার একটি বৈশ্বিক শিক্ষার হার হিসেবে মর্যাদা বৃদ্ধি করবে। মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী আরও বলেন, উচ্চ শিক্ষার মালয়েশিয়ান ব্র্যান্ডটি গুণমানের সমার্থক এবং আমরা এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারি।

ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক দাতুক ড. সিতি হামিসাহ তাপসীর বলেন, উচ্চ শিখরে এগিয়ে যাওয়ার আগে ইউসিএসাই’র নতুন ক্যাম্পাস প্রাথমিকভাবে শিক্ষাদান এবং শেখার ওপর গুরুত্ব প্রদান করবে।

উপাচার্য আরও বলেন, কাঙ্ক্ষিত স্নাতক ফল এবং জীবনের সম্ভাবনা উন্নত করতে আমরা এমন প্রোগ্রাম প্রস্তাব করব যা আমাদের বাংলাদেশি অংশীদারদের দ্বারা বর্ণিত চাহিদা এবং অর্থনৈতিক প্রবণতাকে প্রতিফলিত করে, আমরা নতুন ক্যাম্পাসের কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে গবেষণা, নির্বাহী শিক্ষা এবং ক্রস ক্যাম্পাস সহযোগিতাকে অগ্রাধিকার দিতে এগিয়ে যাব।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকার বনানীতে ৪৫ হাজার বর্গফুটের ইউসিএসআই’র বাংলাদেশ ক্যাম্পাসে ২৪টি ডিগ্রি ও মাস্টার্স প্রোগ্রাম শুরু হবে। এর মধ্যে কম্পিউটার বিজ্ঞান, ব্যবসা, প্রকৌশল, স্থাপত্য, সামাজিকবিজ্ঞান এবং ডিজাইনের বিষয়গুলো অন্যতম। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়টির কুয়ালালামপুর মূল ক্যাম্পাসে ১০০ বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন।

বিশ্ববিদ্যালয়টি আগামী সাত বছরের মধ্যে বাংলাদেশে শাখা ক্যাম্পাসে প্রায় ৫ হাজার শিক্ষার্থী ভর্তি করার আশা প্রকাশ করছে। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম তিন একরের জমিতে নির্মিত জমিতে স্থানান্তরিত হবে। যেখানে ২ লাখ বর্গফুটের বেশি আধুনিক স্থাপনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম পরিচালনা করা হবে।

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৩ এ ইউসিএসআই হলো মালয়েশিয়ার শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি রেটিং এ ২৮৪ নম্বরে রয়েছে। বিশ্ববিদ্যালয়টি বর্তমানে মালয়েশিয়ার কুয়ালালামপুর, কুচিং এবং পোর্ট ডিকসনে তিনটি ক্যাম্পাস পরিচালনা করছে।

এ অনুষ্ঠানে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভিন উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সাধারণ সম্পাদক ডিপজল

ডেমরায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফের আচরণবিধি লঙ্ঘন করেছেন চেয়ারম্যান প্রার্থী, নীরব প্রশাসন

ভোটের তিন বছর পর কাউন্সিলর হচ্ছেন আলী আহাম্মদ

পাবনায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউপি সদস্যের মৃত্যু

শুধু আ.লীগের লোকজন ভিজিএফ ও টিসিবি কার্ড পাবে

ছেড়ে গেছেন সন্তানরা, সংসার টানছেন ১০৭ বছরের বৃদ্ধা

৫ হাজার টাকায় স্ত্রীকে ‘মাদক কারবারির’ হাতে তুলে ‍দিলেন স্বামী

১০

ব্যারিস্টার সুমনের খেলা দেখতে হাজারো মানুষের ভিড়

১১

সাতক্ষীরায় এমপির গাড়িতে হামলা

১২

জব্বারের বলী খেলা ২৫ এপ্রিল

১৩

মতিঝিল আইডিয়ালের গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত

১৪

খরুচে বোলিং মোস্তাফিজের, চেন্নাইয়ের হার

১৫

এফডিসিতে ৫৭০ ভোটারের সংবাদ সংগ্রহে ৩০০ সাংবাদিক

১৬

যশোরে অধিকাংশ টিউবওয়েলে মিলছে না পানি

১৭

বিদেশি শ্রমিকদের সুখবর দিল কুয়েত

১৮

এফডিসিতে ফিরেছেন নির্বাচন কমিশনার, খোঁজ নেই নিপুনের

১৯

চাঁদপুরে পূবালী ব্যাংক কর্মকর্তা নিখোঁজের ঘটনায় ৮ কর্মকর্তা বদলি

২০
*/ ?>
X