আবদুল্লাহ আল জোবায়ের
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২, ০২:৩৫ এএম
অনলাইন সংস্করণ

মাধ্যমিকেই শিক্ষাজীবন শেষ সাড়ে ৫ লাখের

মাধ্যমিকেই শিক্ষাজীবন শেষ সাড়ে ৫ লাখের

চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন। এর মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থী ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯। অকৃতকার্য হয়েছে ২ লাখ ৫০ হাজার ৫১৮ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম ধাপের জন্য নির্ধারিত সময়ে কলেজে ভর্তির আবেদন করেছে ১৩ লাখ ৪৬ হাজার ১৪৬। গত কয়েক বছরের ধারা অনুযায়ী দ্বিতীয় ও তৃতীয় ধাপে আরও কিছু আবেদন জমা হলেও কমপক্ষে ৩ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এর সঙ্গে অকৃতকার্যদের যোগ করলে মাধ্যমিক পর্যায়েই শেষ হয়ে যাচ্ছে প্রায় সাড়ে ৫ লাখ শিক্ষার্থীর পড়াশোনা।

বিশ্লেষণে দেখা গেছে, আর্থিক অনটনের কারণে শিক্ষার ব্যয় নির্বাহে অক্ষমতাসহ বিভিন্ন কারণে প্রতিবছর এসএসসি পাস করা শিক্ষার্থীদের মধ্যে প্রায় ২০ শতাংশ পড়াশোনার ইতি টানে। ২০২০ সালের ফল ও একাদশে ভর্তি বিশ্লেষণ করে দেখা গেছে, সে বছর এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪০ হাজার ২৮। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন। একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিল ১৪ লাখ ৮৭ হাজার ২৩৯ জন। ভর্তি হয়নি ২ লাখ ৩ হাজার ২৮৪ জন। অর্থাৎ, ১২ শতাংশ শিক্ষার্থী এসএসসি পাসের পর পরবর্তী শ্রেণিতে ভর্তি হয়নি। এই শিক্ষার্থীরা এখন কোথায়, সে তথ্য নেই কারও কাছে।

Caption

Attribution

ধারণা করা হচ্ছে, তারা লেখাপড়া ছেড়ে কর্মজীবনে প্রবেশ করেছে। শুধু তাই নয়, ১৪ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে ভর্তি হলেও, এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। অর্থাৎ, ২ লাখ ৮৩ হাজার ৮৩২ শিক্ষার্থীর শিক্ষা জীবন শেষ হচ্ছে এইচএসসি পর্যায়েই। শতকরা এর হার ১৯ শতাংশ।

এদিকে এসএসসি পাস করা শিক্ষার্থীদের পাঁচ ভাগের এক ভাগ ভর্তির আবেদন না করায় বেশিরভাগ কলেজই আসন পূরণ করতে পারছে না। উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার জন্য দেশে বর্তমানে স্কুল ও কলেজে কলেজ শাখা আছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৩৮৮টি। এর মধ্যে সরকারি কলেজ মাত্র ৬৪টি। উচ্চ মাধ্যমিক কলেজ আছে ১ হাজার ৩৯০টি। যার মধ্যে সরকারি শুধু ৫০টি। এ ছাড়া ডিগ্রি কলেজেও উচ্চ মাধ্যমিক পড়ার ব্যবস্থা রয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট আসন সংখ্যা ২২ লাখের বেশি, যা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মোট শিক্ষার্থীর চেয়ে ৫ লাখ বেশি। এর সঙ্গে পড়াশোনার পাঠ চুকিয়ে ফেলা ৪ লাখ যোগ হয়ে ৯ লাখে দাঁড়াচ্ছে খালি থাকা আসনের সংখ্যা।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেক মা-বাবা আগে থেকেই ঠিক করে রাখেন এসএসসি পরীক্ষার পর আর সন্তানদের পড়াশোনা করাবেন না। মেয়েদের ক্ষেত্রে এ প্রবণতা বেশি। দারিদ্র্যর কারণে শিক্ষার্থীদের একটি অংশ এসএসসি পরীক্ষা দেওয়ার পরই আয় করা যায় এমন কাজে যুক্ত হন। অনেক পরিবার এসএসসি পাসের পর ছেলেদের বিদেশে পাঠাতে আগ্রহী হয়ে ওঠে। আর মেয়েদের এসএসসি পাসের পর বিয়ে দেওয়া হয়।

অন্যদিকে এসএসসি উত্তীর্ণ সব শিক্ষার্থীই সাধারণ শিক্ষায় ভর্তি হয় না। এদের একাংশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়। অনেকে বৃত্তিমূলক বা ভোকেশনাল কোর্সে যুক্ত হয়। এ ধরনের স্বল্পমেয়াদি কোর্স শেষে নিজ উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, এসএসসি পাস করার পরও যেসব শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হচ্ছে না, তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের ব্যবস্থা থাকতে হবে। কে কী কারণে পড়াশোনা ছাড়ছে, তা চিহ্নিত করতে হবে। আর্থিক সংকটের কারণে যাতে কারও শিক্ষা জীবন শেষ না হয়ে যায়, সে বিষয়ে রাষ্ট্রকে পদক্ষেপ নিতে হবে।

তাদের মতে, যেসব শিক্ষার্থী এসএসসি পাসের পর মূল ধারার সাধারণ শিক্ষার মধ্যে থাকতে পারছে না, তাদের জন্য বিকল্প শিক্ষার সুযোগ বাড়াতে হবে। বিশেষ করে বৃত্তিমূলক শিক্ষার সুযোগ আরও প্রসারিত করার ব্যাপারে সরকারকে উদ্যোগী হতে হবে। এই শিক্ষার্থীদের মধ্যে যারা বিদেশে যেতে চায়, তাদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার ব্যবস্থা থাকতে হবে। আর যারা দেশে কিছু করতে চাইছে, তাদের চিহ্নিত করে বৃত্তিমূলক শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে।

Link a Story

৬৮ হাজার শিক্ষক নিয়োগে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান কালবেলাকে বলেন, যারা ঝরে পড়ছে তাদের বেশিরভাগই লেখাপড়া ছেড়ে দিয়ে বিদেশে চলে যাচ্ছে। অনেকে আছে অর্থনৈতিক চাপের কারণে কোনো কাজে ঢুকে পড়ছে। তারা কেন পড়াশোনা ছেড়ে দিচ্ছে সেটি আমাদের দেখার বিষয় নয়, কারণ উচ্চ শিক্ষা সবার জন্য নয়। তবে যারা পড়াশোনা ছেড়ে দিচ্ছে, তারা কোথায় যাচ্ছে তার পরিসংখ্যান থাকা দরকার ছিল, তাহলে আমরা প্রকৃত চিত্র বুঝতে পারতাম।

জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার কালবেলাকে বলেন, আমাদের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর কতজন উচ্চ মাধ্যমিকে ভর্তি হচ্ছেন, তার তথ্য আমাদের কাছে আছে। তবে কত শতাংশ উচ্চ মাধ্যমিকে ভর্তি হচ্ছে না, তার তথ্য আমাদের কাছে নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মারল কৃষককে

বাবার বাড়ি যাওয়ায় স্ত্রীকে ২৭টি কোপ দিলো স্বামী

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ব্যারিস্টার খোকনের দলীয় পদ নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি 

বাড়ি ফেরা হলো না বাবা-ছেলের

বাংলাদেশের দাবদাহ নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

অনুষ্ঠিত হলো বিইউএইচএস -এর প্রথম সমাবর্তন

ইউরোপ ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে : ম্যাখোঁ

ছেলেদের দোষে ডুবছেন মাহাথির মোহাম্মদ

হিজাব আইন না মানায় ইরানে ব্যাপক ধরপাকড়

১০

তীব্র তাপপ্রবাহে বৃষ্টি চেয়ে হাজারো মুসল্লির কান্না

১১

মানব পাচারের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

১২

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

১৩

কারিগরির ফাঁকা সনদ মিলল তোষকের নিচে, গ্রেপ্তার কম্পিউটার অপারেটর

১৪

ঝিনাইদহে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

১৫

ভোট দিলে যে শহরে মিলবে ফ্রি বিয়ার, ট্যাক্সিসহ নানা সুবিধা

১৬

কুমিল্লায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

১৭

খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের সাক্ষাৎ

১৮

চট্টগ্রামে জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

১৯

সুইজারল্যান্ডে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি তুলে ধরলেন শিক্ষামন্ত্রী 

২০
*/ ?>
X