কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৩, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে যাত্রা শুরু করল মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি

বাংলাদেশে যাত্রা শুরু করল মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি

মালয়েশিয়ার শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশে তার প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাসের কার্যক্রম শুরু করেছে। গতকাল বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনলাইনে যুক্ত হয়ে ইউসিএসআইর বাংলাদেশ ক্যাম্পাসের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রো-উপাচার্য টুংকু জাইন আল আবিদিন, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ হাশিম, ইউসিএসআই বাংলাদেশ ক্যাম্পাসের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আরিফুল বারী মজুমদার।

ইউসিএসআই ইউনিভার্সিটি গত বছরের ১২ ডিসেম্বর প্রথম শাখা ক্যাম্পাস হিসেবে বাংলাদেশ সরকারের অনুমোদন লাভ করে। এর ক্যাম্পাস রাজধানীর বনানীতে স্থাপন করা হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী দাতো সেরি মোহাম্মদ খালেদ নরডিন কুয়ালামপুরের মূল ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে শাখা ক্যাম্পাস চালুর ঘোষণা দিয়েছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমাদের সরকার ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে চায়। আমরা চাই কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে।

তিনি বলেন, ইউসিএসআইয়ের বাংলাদেশে শাখা ক্যাম্পাস স্থাপন শিক্ষা সেক্টরে দুই দেশের কোলাবোরেশনের অনন্য দৃষ্টান্ত। এর মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বাড়বে। ইউসিএসআই নিশ্চয়ই গবেষণায় জোর দেবে। আশা করি, এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি ও শিক্ষা ব্যয় সহনীয় হবে।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকার বনানীতে ৪৫ হাজার বর্গফুটের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির ২৪টি ডিগ্রি এবং মাস্টার্স প্রোগ্রাম রয়েছে। এর মধ্যে কম্পিউটার বিজ্ঞান, ব্যবসা, প্রকৌশল, স্থাপত্য, সামাজিক বিজ্ঞান এবং ডিজাইনের বিষয়গুলো অন্যতম। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টির কুয়ালালামপুর মূল ক্যাম্পাসে ১০০ বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং-২০২৩ এ বিশ্ববিদ্যালয়টির অবস্থান ২৮৪।

ইউসিএসআইর বাংলাদেশ ক্যাম্পাস আগামী সাত বছরের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরিত হবে। যেখানে ২ লাখ বর্গফুটের বেশি আধুনিক স্থাপনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম পরিচালনা করা হবে। বিশ্ববিদ্যালয়টি বর্তমানে বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়ার কুয়ালালামপুর, কুচিং এবং পোর্ট ডিকসনে তিনটি ক্যাম্পাস পরিচালনা করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের মহাপরিচালক মো. নাজমুল হুদা, ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ ক্যাম্পাসের পরিচালক মো. আফজাল হোসেন, পরিচালক আনিজা পারভীন, উপ-উপাচার্য ড. সিতি হামিসাহ বিনতি তাপসির, বিশ্ববিদ্যালয়টির বাংলাদেশ ক্যাম্পাসের স্ট্র্যাটেজিক কনসালটেন্ট শাহীন রেজা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-কাতারের মধ্যে ১০ চুক্তি-সমঝোতা স্বাক্ষর 

আওয়ামী কর্মী লীগের ১০১ সদস্যের কমিটি ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক

রেকর্ড রানি টেইলর

আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেপ্তার

তিস্তা সেচ প্রকল্পের মাটি খুঁড়তেই মিলল রাইফেল, মাইন ও গ্রেনেড

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, সব আরোহী নিহত

তীব্র তাপপ্রবাহে কয়রায় বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০

তাপপ্রবাহে পুলিশের প্রতি ১১ নির্দেশনা

১০

ছাত্রদল নেতা হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন 

১১

পিরোজপুরে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা

১২

লাগামহীন স্বর্ণের দাম, নাটের গুরু কে?

১৩

থাইল্যান্ডে জাতিসংঘের সম্মেলনে সভাপতিত্ব করবেন পলক

১৪

আওয়ামী লীগের যৌথসভা আজ

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ৫০০ বছরের পুরোনো খালের অবৈধ বাঁধ অপসারণ

১৬

তীব্র গরমে কী অবস্থা ঢাকার বাতাসে

১৭

গাজার এক গণকবরে ৩০০ লাশ

১৮

হোস্টেলের ৬ তলা থেকে লাফিয়ে পড়ে ছাত্রীর আত্মহত্যা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক আজ

২০
*/ ?>
X