
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। আজ বুধবার তারা এই সাক্ষাৎ করেন। ওই সময় তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম ডিজাইন ইউনিভার্সিটি হিসেবে পরিচিত। উক্ত বিশ্ববিদ্যালয়ের তিনটি ফ্যাকাল্টির ১৭টি ডিপার্টমেন্টের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবগত করা হয়।
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সার্বিক বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুকান্ত সেনগুপ্ত, জয়েন্ট রেজিস্টার ড. মাসুদ আল নুর, ডেপুটি প্রক্টর শাহিদা খানম, সহকারী প্রক্টর মনিরুল ইসলাম, প্রক্টরিয়াল বডির সদস্য সরকার মো. রেফাত ও প্রদীপ কুমার গুহ।