রাবিতে সংঘর্ষের ঘটনায় ৮৬ শিক্ষার্থী হাসপাতালে, আইসিইউতে ১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল।পুরোনো ছবি

স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ৮৯ জন আহত হয়ে হাসপাতালে গেছেন। এর মধ্যে ৮৬ জনই শিক্ষার্থী। অন্য তিনজনের মধ্যে দুজন পুলিশ সদস্য এবং একজন সাধারণ পথচারী। আর ৮৯ জনের মধ্যে ৪৫ জন হাসপাতালে ভর্তি আছেন। বাকি ৪৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এ ছাড়া পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্সের এক শিক্ষার্থীকে রাতেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। তার নাম মো. রাকিব (২৮)। আর সাত শিক্ষার্থী চোখে আঘাত পেয়েছেন। এদের কয়েকজনের অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে।

আজ রোববার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহামুদুল হাসান ফিরোজ এসব তথ্য জানান।

তিনি জানান, সংঘর্ষ শুরু হলে গতকাল শনিবার সন্ধ্যা ৭টা থেকেই আহতরা হাসপাতালে আসতে থাকেন। সারা রাতে মোট ৮৭ জন হাসপাতালে আসেন। মাহামুদুল হাসান আরও জানান, বেশিরভাগ রোগীই এসেছেন মাথায় জখম নিয়ে। ৮৯ রোগীর মধ্যে ৪৫ জন হাসপাতালে ভর্তি আছেন। বাকি ৪৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। যারা ভর্তি আছেন, তাদের মধ্যে একজনের অবস্থা একটু বেশি খারাপ।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল।
৬ দাবিতে প্রশাসন ভবনে তালা লাগিয়ে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবির ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নূর জানান, মো. রাকিব নামের পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্সের এক শিক্ষার্থীকে রাতেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। আহতদের মধ্যে সাতজন চোখে আঘাত পেয়েছেন। এর মধ্যে একজন রাবার বুলেটে আঘাত পেয়েছেন। বাকিদের চোখে ইটের আঘাত লেগেছে। এদের কয়েকজনের অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com