রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রোববার সন্ধ্যায় এ কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

উপাচার্য বলেন, ঘটনা তদন্তে উপউপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীরকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল সোমবার অফিস সময়ে কমিটিকে নির্দেশনা দিয়ে চিঠি ইস্যু করা হবে। এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সাবেক প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক তারিকুল হাসান এবং সহকারী প্রক্টর আরিফুর রহমান।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে বর্তমানে অনেকেই মেডিকেলে ভর্তি রয়েছেন।

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি
রাবিতে সংঘর্ষের ঘটনায় ৮৬ শিক্ষার্থী হাসপাতালে, আইসিইউতে ১

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com