
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান গত শুক্রবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
১৯৫৯ সালে বিভাগের শিক্ষা কার্যক্রম শুরুর পর প্রথমবারের মতো অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই পুনর্মিলনী আয়োজন করে।
অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. এসএম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম এবং বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য ড. মো. নাসিরউদ্দিন মুন্সী।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে এই বিভাগের অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতার প্রশংসা করেন। ড. এস এম মান্নান সাবেক শিক্ষার্থীদের অ্যালামনাই স্কলারশিপ ফান্ডে সহযোগিতার অনুরোধ করেন।
আলোচনা, স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও নৈশভোজসহ নানা আয়োজনে দিনব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।