রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

রাবিতে ছাত্রলীগের নির্যাতনে শিক্ষার্থীর হাতে ফ্র্যাকচার, তদন্ত কমিটি

রাবিতে ছাত্রলীগের নির্যাতনে শিক্ষার্থীর হাতে ফ্র্যাকচার, তদন্ত কমিটি

ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় মারধরের শিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাফায়েত হোসেনের ডান হাতে ফ্র্যাকচার ধরা পড়ায় তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। এ ঘটনায় মানসিক অস্বস্তি ও আবাসিক হলে অনিরাপদ বোধ করছেন সাফায়েত।

আজ শনিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নেওয়ার পর এসব জানান ভুক্তভোগী শিক্ষার্থী।

এদিকে এ ঘটনায় শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক শাহ মো. শাহান শাহরিয়ারকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ভুক্তভোগী ও হলের আবাসিক শিক্ষার্থী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা এ কে ফজলুল হক হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচিতে যাওয়ার জন্য ছাত্রলীগের নেতাকর্মীরা ওই হলের রুমে রুমে শিক্ষার্থীদের ডাকতে যান। আল আমিন নামে একজন সাফায়েতকে ডাকতে গেলে তিনি কর্মসূচিতে যেতে রাজি না হওয়ায় বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নাজমুলসহ চার-পাঁচজন তেড়ে এলে নিজেকে রক্ষার জন্য তিনি বঁটি উঁচিয়ে ধরেন। এ সময় আশপাশে থাকা শিক্ষার্থীরা তাদের থামিয়ে দেন। পরে কর্মসূচি শেষে ছাত্রলীগের চার-পাঁচজন এসে সাফায়েতকে মারধর করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও হল প্রাধ্যক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী।

Link a Story

কর্মসূচিতে না যাওয়ায় রাবি ছাত্রকে মারধর ছাত্রলীগের

আরও জানা যায়, শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক্স-রে করার পর হাতে ফ্র্যাকচার ধরা পড়েছে। এটির জন্য হাতে ব্যান্ডেজ পরিয়ে দেওয়া হয়েছে। আগামী তিন সপ্তাহ তাকে বিশ্রামে থাকার জন্য চিকিৎসক পরামর্শ দিয়েছেন।

ভুক্তভোগী সাফায়েত হোসেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শেরে বাংলা হলের ২২১ নম্বর কক্ষে থাকেন। যাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে, তারা হলেন মতিহার হলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ছাত্রলীগকর্মী আল আমিন এবং তাদের অনুসারী কয়েকজন। আল আমিন ও নাজমুল হাসান দুজনেই ওই হলে থাকেন। তারা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী।

নিজের অনিরাপত্তার কথা বলে ভুক্তভোগী সাফায়েতে বলেন, ‘মারধরের পর থেকে শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছি। ঠোঁটে বেশি লেগেছিল কিন্তু ওষুধ খেয়ে অনেকটা ভালো লাগছে। তবে হাতের ফ্র্যাকচারের বিষয়ে ভয় লাগছে। কবে এটি ঠিক হয়। কারণ এ অবস্থায় একাডেমিক কাজ ও পড়াশোনা কঠিন হবে।’

সাফায়েতের বন্ধু সমাজকর্ম বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সবুজ আহমেদ বলেন, ‘ঘটনার পর থেকে সব সময় সাফায়েতের পাশে আছি। এরকম অতর্কিত হামলায় সে মানসিকভাবে ভেঙে পড়েছে। তবে প্রতিটি হলে ছাত্রলীগের এমন বেপরোয়া ভাব আছে। সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে প্রশাসনের কাজ করা উচিত। এটি ছাড়া তাদের আচরণের পরিবর্তন হবে না। আমরা চাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হোক।’

Link a Story

রাজশাহীর বিনোদপুর বাজারে দোকান খুললেও নেই ‘মূল ক্রেতা’ শিক্ষার্থীরা

সার্বিক বিষয়ে জানতে চাইলে শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ মো. হাবিবুর রহমান বলেন, ‘ঘটনা জানার পরই ভুক্তভোগী ছাত্রের খোঁজখবর ও চিকিৎসার ব্যবস্থা করেছি। এ ছাড়া এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য কমিটি গঠন করেছি। তদের তদন্ত প্রতিবেদন অনুযায়ী আমরা পরবর্তীতে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে অনুমোদন বিহীন দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধের দাবি

টিসিবির পণ্যের সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শালিকে কোপাল দুলাভাই 

৯ মাসেই রির্জাভ থেকে ১০ বিলিয়ন ডলার বিক্রি

বাঙলা কলেজ ছাত্রলীগ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

চাঁদপুরে ২ শ্রমিককে ইট ভাটায় আটকে রাখার অভিযোগ

অপরাধী শনাক্ত করবে সিসি ক্যামেরা

ই-সিগারেট / নতুন মোড়কে পুরনো সর্বনাশ

নন্দীগ্রামে প্রেসক্লাবের তুহিন সভাপতি, হানিফ সম্পাদক

মসজিদে নামাজের সময় এসি বিস্ফোরণ

১০

সপ্তাহের ব্যবধানে একই এলাকায় আবারও খুন

১১

বদরের শিক্ষায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে হবে : সেলিম উদ্দিন

১২

মৃত অবস্থায় পাওয়া গেল বিশ্বের সবচেয়ে বড় সেই সাপ

১৩

‘এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন’

১৪

‘ট্রি অব পিস’ পুরস্কারের যে প্রমাণ দিল ইউনূস সেন্টার

১৫

মেহেদির রং শুকানোর আগে প্রাণ গেল যুবকের

১৬

আজকের সেহরি ও ইফতারের সময়সূচি (২৯ মার্চ ২০২৪, শুক্রবার)

১৭

পশ্চিমাদের যুদ্ধবিমান এফ-১৬ ভূপাতিত করার হুমকি পুতিনের

১৮

হাজার কোটি টাকার মালিক বাবা, কিছুই জানে না ছেলে

১৯

প্রস্তাবিত সড়ক পরিবহন আইনে নৈরাজ্য-নিরাপত্তাহীনতা বাড়বে : টিআইবি

২০
*/ ?>
X