
নতুন বছরের মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যক্রমে ইতিহাস বিকৃতি ও সাম্প্রদায়িক উসকানিমূলক বিষয়বস্তু এবং ট্রান্সজেন্ডার প্রমোট প্রত্যাখ্যান চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পূর্বঘোষিত লাল কার্ড সমাবেশ ছাত্রলীগ-পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহবাগে এ ঘটনা ঘটে।
আয়োজকদের অভিযোগ, শাহবাগে লাল কার্ড কর্মসূচিতে অংশ নেওয়ার আগেই সেখানে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেয়। পরে শিক্ষার্থীরা সেখানে গেলে প্রথমে পুলিশ তাদের ব্যানার ও মাইক ছিনিয়ে নেয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের গায়ে হাত তোলে এবং গণমাধ্যমকর্মীদের মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ বিষয়ে জানতে চাইলে লাল কার্ড সমাবেশের অন্যতম আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী জামালুদ্দীন মুহাম্মদ খালিদ কালবেলাকে বলেন, আমার প্রোগ্রাম ছিল দুপুর ১২টায়। আমরা সেখানে যাওয়ার আগেই পুলিশ পুরো এলাকা ঘিরে রাখে। পাশাপাশি ছাত্রলীগও আগে থেকে উপস্থিত ছিল। আমরা যাওয়ার পর পুলিশ ও ছাত্রলীগ কর্মীরা আমাদের বাধা দিলে পুলিশের সঙ্গে আমাদের শিক্ষার্থীদের হাতাহাতি হয়। তবে কেউ গুরুতর আহত হয়নি। পুলিশ ও ছাত্রলীগের কর্মীরা আমাদের ব্যানার কেড়ে নেয়।
এ বিষয়ে জানতে রাজধানী শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এর আগে গতকাল সোমবার লাল কার্ড সমাবেশ করার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়। আজ মঙ্গলবার শাহবাগের জাতীয় জাদুঘরে সমাবেশ হওয়ার কথা জানিয়েছিলেন আয়োজকরা।