
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এইচএসসি ৯৬ ব্যাচের ঈদ পুনর্মিলনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার গাজীপুরের বনখড়িয়া কেন্দ্রীয় মাঠসংলগ্ন রুপালি কাব্য রিসোর্টে ব্যাচটির সাবেক ছাত্ররা ঈদ-পরবর্তী সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সংগঠনের সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের পলিসি অ্যান্ড ডেভেলপমেন্ট উপদেষ্টা সুজাদুর রহমান ও সাধারণ সম্পাদক, শ্রম অধিদপ্তরের উপপরিচালক মহব্বত হোসাইনের তত্ত্বাবধানে, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান ও রুপালি কাব্য রিসোর্টের স্বত্বাধিকারী, বিশিষ্ট শিল্পপতি রায়হান আজাদ টিটোর পরিকল্পনা ও ব্যবস্থাপনায় দুই শতাধিক সহপাঠী অনুষ্ঠানে অংশ নেন।
দেশের বিচারালয়, প্রশাসন, ব্যাংক ও চিকিৎসাক্ষেত্রে সরকারি পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বেসরকারি পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ঢাকা কলেজ এইচএসসি ৯৬ ব্যাচের সাবেক ছাত্ররা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একান্তে স্মৃতিচারণে মত্ত হন।
সকলে একত্রে সকালের নাশতা-পরবর্তী প্রীতি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করেন। দুপুরে মধ্যাহ্নভোজন শেষে নিজেদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নব্বই দশকের একাধিক গান পরিবেশন করে সকলকে মাতিয়ে রাখেন সংগঠন সম্পাদক শ্রম অধিদপ্তরের উপপরিচালক মহব্বত হোসাইন।