রাবি উপাচার্যকে অবরুদ্ধ করলেন শিক্ষার্থীরা

বিক্ষোভকারী শিক্ষার্থীদের মাঝে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের মাঝে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য।ছবি: কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারকে অবরুদ্ধ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে তাকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা।

এর আগে উপাচার্য ভবনের সামনে থেকে এক ঘণ্টার বেশি সময় ধরে তাকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। দুপুর ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিসি অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

উপাচার্যের সঙ্গে উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, অধ্যাপক হুমায়ুন কবিরসহ প্রসাশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের মাঝে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য।
৬ দাবিতে প্রশাসন ভবনে তালা লাগিয়ে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

এদিকে, শিক্ষার্থীরা উপাচার্যকে অবরুদ্ধ করে ভুয়া উপাচার্যসহ নানা স্লোগান দিচ্ছেন। এ ছাড়া ‘আমার ভাই আহত কেন প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাইয়ের গায়ে গুলি কেন?’ ‘হামলাকারীর আস্তানা গুঁড়িয়ে দাও’ বলে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।

এর আগে আজ সকাল থেকে ছয় দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো—শিক্ষার্থীদের ওপর হামলাকারী স্থানীয় ও পুলিশ সদস্যদের বিচার, বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করা, আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নীতিনির্ধারণে শিক্ষার্থী প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের মাঝে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য।
রাবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ : ৭ প্লাটুন বিজিবি মোতায়েন

অন্যদিকে, আজ সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি অনুষ্ঠিত হয়নি।

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাধে। আট ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়া, মুখোমুখি সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। আগুন দেওয়া হয় বিনোদপুর বাজারের কয়েকটি দোকান ও পুলিশ বক্সে। এ সময় পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com