নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড নিউ মিডিয়া কোর্সের শিক্ষার্থীদের ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার কুমিল্লার ময়নামতিতে মিডিয়া অ্যান্ড জার্নালিজম বিভাগের উদ্যোগে এই ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শরীফুল ইসলাম ইমশিয়াতের তত্ত্বাবধানে এতে ২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ফিল্ড ট্রিপে কুমিল্লার কোটবাড়ীর ময়নামতির প্রত্মসম্পদের অপরূপ সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি ঐতিহাসিক নিদর্শন, স্থাপনা ও পুরাকীর্তির ইতিহাস জানার চেষ্টা করেন শিক্ষার্থীরা। এ ছাড়াও কোর্স অ্যাসাইনমেন্ট হিসেবে তারা ফটোগ্রাফি ও ডকুমেন্টারি তৈরি করেন।
কোর্স ফ্যাকাল্টি ড. শরীফুল ইসলাম মনে করেন, প্রথাগত ক্লাশরুমের শিক্ষার বাইরে ফিল্ড ট্রিপে শিক্ষার্থীরা আরও বেশি গবেষণাধর্মী এবং প্রাকটিক্যাল জ্ঞান অর্জন করতে পারে। গ্রুপ স্টাডির কারণে শিক্ষার্থীদের মাঝে একটি মেলবন্ধন তৈরি হয়।
ড. শরীফুল ইসলাম জানান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড জার্নালিজম বিভাগের টেলিভিশন অ্যান্ড নিউ মিডিয়া কোর্সটি জিইডি কোর্স হিসেবে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমানে ২০টি সেকশনে প্রায় ৮০০ শিক্ষার্থী কোর্সটিতে অংশ নিচ্ছে।