শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাবি অধ্যাপকের অবস্থান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন।ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয় ও পুলিশের ‘ন্যক্কারজনক’ হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি শুরু করেছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে খালি পায়ে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন তিনি। এ ছাড়া শিক্ষার্থীরা সুস্থ না হওয়া পর্যন্ত ক্লাস গ্রহণ থেকে বিরত থাকবেন তিনি।

কর্মসূচির বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, আমাদের শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসী ও পুলিশ যে ন্যক্কারজনক হামলা চালিয়েছে, এর প্রতিবাদে আমি এখানে অবস্থান নিয়েছি। পুলিশের উপস্থিতিতে স্থানীয়দের হামলায় এবং পরে পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের এত শিক্ষার্থী আহত হলো— এটি কোনোভাবেই কাম্য নয়। আমাদের শিক্ষার্থীরা এখনো হাসপাতালের বিছানায় ছটফট করছে। তাদের মাথার ব্যান্ডেজ খোলা হয়নি, সেলাই এখনো কাটা হয়নি। এ অবস্থায় তারা ক্লাসে অংশগ্রহণ করতে পারে না। আমি তাদের প্রতি সমবেদনা জানিয়ে ক্লাস বর্জন করেছি।

তিনি আরও বলেন, ঘটনার শুরু থেকে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘ সময় পেয়েছে ঘটনাটি নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু তারা ব্যর্থ হয়েছে এবং এর পরিণতি হয়েছে চরম ভয়াবহ। আমি এর তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে যারা এ হামলার সঙ্গে সম্পৃক্ত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।

প্রসঙ্গত, গত শনিবার রাতে স্থানীয় ব্যবসায়ীদের হামলায় বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছে। অন্যদিকে, ৫০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ প্রশাসন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com