শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

পায়ের ওপর পা তুলে বসা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি

পায়ের ওপর পা তুলে বসা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি

চায়ের দোকানে পায়ের ওপর পা তুলে বসাকে কেন্দ্র করে জুনিয়র এক ছাত্রলীগ কর্মীকে পেটানোর অভিযোগ উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন কর্মীর বিরুদ্ধে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মুল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- ইংরেজি বিভাগের শিক্ষার্থী রিশাদ ঠাকুর, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ রানা এবং বাংলা বিভাগের শিক্ষার্থী ইউসুফ আহমেদ টিটু।

জানা যায়, এদের মধ্যে রিশাদ ঠাকুর ও ইফতেখার আহমদ রানা উভয়েই ২০১৯ বাংলা বিভাগের ছাত্রলীগ নেতা রাজীব সরকারকে কুপিয়ে জখমের ঘটনায় এক সেমিস্টারের জন্য বহিষ্কৃত হয়েছিলেন। তারা উভয়েই ছাত্রলীগের সামাজিকবিজ্ঞান অনুষদের যুগ্ম সম্পাদক সুমন মিয়ার অনুসারী।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় চায়ের দোকানে পায়ের ওপর পা তুলে বসাকে কেন্দ্র করে শাখা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক খলিলুর রহমান গ্রুপের ছাত্রলীগ কর্মী ও জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থী আব্দুর রব নাঈমের সঙ্গে রিশাদ ঠাকুরের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুজনের মধ্যে হাতাহাতি ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনার রেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পর্যন্ত গড়ায়। পরে বেলা সাড়ে ১১টায় হলের সামনে মো. রিশাদ ঠাকুর, ইফতেখার আহমদ রানা ও বাংলা ইউসুফ আহমেদ টিটুর নেতৃত্বে সুমন মিয়ার অনুসারী গ্রুপের অন্যরা আব্দুর রব নাঈমের মাথায় স্টাম্প দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়। পরে তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত শিক্ষার্থী আব্দুর রব নাঈমের সঙ্গে যোগাযোগ করলে তিনি ‘স্ট্যাবল হয়ে’ এ বিষয়ে কথা বলবেন বলে জানান।

রিশাদ ঠাকুর গণমাধ্যমকে বলেন, সকালে একটা ছোট বিষয় নিয়ে এক জুনিয়রের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়, তখন সে সিনিয়রের সঙ্গে বেয়াদবি করে। পরে বিষয়টি আমার গ্রুপের জুুনিয়ররা জানার পর সমাধানের জন্য বসলে তখন সে আবারও বেয়াদবি করে। তখন একটু হাতাহাতি হয়। পরে বিষয়টি দুই গ্রুপের সিনিয়র ও প্রভোস্টরা বসে সমাধান করে দেয়।

ইফতেখার আহমেদ রানা তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে বলেন, আমি মারধর করিনি। জুনিয়রদের সরিয়ে দিয়েছি। এ সময় কারও গায়ে ধাক্কা লাগতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেদের বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে শিশুদের প্রতি গণপূর্তমন্ত্রীর আহ্বান

‘নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যে শেষ করার নির্দেশনা বাতিলের দাবি’

চাঁপাইনবাবগঞ্জে নগদ টাকা-মোটরসাইকেলসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

আমার এলাকায় দ্বৈত শাসন চলবে না : সাবেক ভূমিমন্ত্রী

লবণাক্ত পতিত জমিতে রসুন চাষে কৃষকের মুখে হাসি

মোংলায় বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

সমাজসেবা অধিদপ্তরে ৩৪৮ জনের বিশাল নিয়োগ 

দেশকে রাহু মুক্ত করতেই বিএনপির আন্দোলন : গয়েশ্বর

মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের চর : পররাষ্ট্রমন্ত্রী 

ফেনীতে পৃথক স্থানে সড়কে ঝড়ল ২ প্রাণ

১০

রাতেই ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

প্রতিবন্ধী ব্যক্তিকে কোলে নিয়ে কাবা দেখালেন নিরাপত্তাকর্মী

১২

রেকর্ড গড়তে ১৩ সেকেন্ডে এক লিটার লেবুর শরবত পান

১৩

অনিয়মের অভিযোগে বন্ধ ৮২ লাখ টাকার সড়ক

১৪

এমভি আবদুল্লাহর নাবিকদের জন্য দুম্বা আনছে জলদস্যুরা!

১৫

পরিসংখ্যান ব্যুরোতে ৭১৪ জনের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ, থাকছে না বয়সের ছাড় 

১৬

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন

১৭

বিডিজেএ'র সভাপতি মাসুম, সম্পাদক মাহবুব সৈকত

১৮

অন্তর্বাস না পরায় নারীকে বিমান থেকে নামিয়ে দেওয়ার হুমকি

১৯

ত্বক ঝকঝকে রাখবে তরমুজ

২০
*/ ?>
X