গুচ্ছের বাইরে যাওয়ার সিদ্ধান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের

গুচ্ছের বাইরে যাওয়ার সিদ্ধান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের

গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়ার বাইরে গিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১২৫তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল (সোমবার) উপাচার্য ইউজিসির সভায় বিষয়টি উত্থাপন করবেন।

এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম, বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ ও সাদ দল এবং জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন গ্রিন ফোরামের সঙ্গে পৃথকভাবে আলোচন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আলোচনায় শিক্ষক সংগঠনগুলো গুচ্ছের বিপক্ষে মত দেন।

এদিকে সকালে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com