জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জাবির মদবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, হাসপাতালে অন্তঃসত্ত্বা

জাবির মদবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, হাসপাতালে অন্তঃসত্ত্বা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের ধাক্কায় আব্দুল কুদ্দুস (৩০) নামের এক অটোরিকশাচালক নিহত ও এক অন্তঃসত্ত্বা নারী গুরুতর আহত হয়েছেন। গত ২৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

তবে ঘটনাটি ঘিরে মামলা হলেও কারও নজরে আসেনি। গত শনিবার অ্যাম্বুলেন্সে করে র‍্যাগ উৎসবের মদ পরিবহনের সময় বংশাল থানা পুলিশ চারজনকে আটক করে। এ ঘটনার পর সামনে আসে ওই ঘটনা।

দুর্ঘটনায় নিহত আব্দুল কুদ্দুস পটুয়াখালীর কাউখালী উপজেলার কোনাহোড়া এলাকার আব্দুল মজিদ শিকদারের ছেলে। তিনি সাভারের কলমা এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

সাভার হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) আজিজুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাভার মডেল থানায় একটি দুর্ঘটনা মামলা হয়েছে। যার বাদী সাভার হাইওয়ে থানা। ঘটনাটি ২৬ তারিখ রাতের। সেদিন ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি এলাকায় একটি অ্যাম্বুলেন্স অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে চালক কুদ্দুস ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় আনে পুলিশ। পাশাপাশি অন্তঃসত্ত্বা এক নারী আহত হয়ে হাসপাতালে আছেন।’

তিনি বলেন, ‘ঘটনার আসামি হচ্ছে একটি অজ্ঞাতনামা গাড়িচালক। আমরা সেটি শনাক্ত করেছি। কিন্তু তদন্তের স্বার্থে আমরা সেটি প্রকাশ করব না। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাহায্য নিচ্ছি।’

মেডিকেল সূত্রে জানা যায়, ২৬ জানুয়ারি অ্যাম্বুলেন্সটি নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী আহসান হাবিব ইমনের নামে রিকুইজ্যেশন ছিল। ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসে রাখা হয়েছে। এ সময় চালক ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চালক রিপন হাওলাদার। মাদকদ্রব্য বহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সের নম্বর (ঢাকা মেট্রো-ছ ৭১-৪৫৪৫)।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে মদের বোতল নিয়ে ক্যাম্পাসে ফেরার পথে অ্যাম্বুলেন্সটি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক রিফাত চৌধুরী ও উপঅর্থ সম্পাদক আহসান হাবিব ইমন গুরুতর আহত হন। তারা বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র। পরে তারা ভয়ে অ্যাম্বুলেন্স থেকে পালিয়ে গিয়ে হাসপাতালে চিকিৎসা নেন। দুর্ঘটনায় ১০-১২টি মদের বোতল ভেঙে যায়।

এ ঘটনায় জড়িত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক রিফাত চৌধুরী বলেন, ‘সেদিন দুর্ঘটনার সময় আমিও গুরুতর আহত হই। আমার সঙ্গে ৪৬ ব্যাচের শিক্ষার্থী আহসান হাবিব ইমন ছিল।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘দুর্ঘটনা ঘটেছে সেটা জেনেছি। সিসিটিভি ফুটেজে আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স শনাক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে কোন অনুষ্ঠান উপলক্ষে অ্যাম্বুলেন্স নেওয়া হয় সেটা জানি না। এখন রাষ্ট্রীয় আইনে যা হয় সেটাই হবে।’

এ বিষয়ে জাবির পরিবহন অফিসের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ছায়েদুর রহমান বলেন, ‘ভাসানী হলের পুনর্মিলনীর জন্য হলের সাবেক বর্তমানরা মিলে অ্যাম্বুলেন্সে করে মাদকদ্রব্য আনছিল বলে জেনেছি। তখন বিপিএটিসির সামনে অ্যাম্বুলেন্সটি একটা রিকশায় ধাক্কা দেয়। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে বলে জেনেছি।’

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা শামসুর রহমান বলেন, ‘ঘটনার রাতেই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। আইন সঙ্গত উপায়ে অ্যাম্বুলেন্স কীভাবে বিশ্ববিদ্যালয় ব্যবহার করতে পারবে সে বিষয়ে পুলিশ-প্রশাসনকে বলা হয়েছে। এজন্য গাড়িটি পুলিশ জব্দ করেনি। কারণ আমাদের অ্যাম্বুলেন্স সংকট রয়েছে।’

তিনি বলেন, ‘অ্যাম্বুলেন্সের চালক রিপন হাওলাদার আমাকে জানায় গাড়িতে মাদক আছে। মাদকের বিষয়টি জানতে পেরে সে ঘাবড়ে যায়। ফলে এক্সিডেন্ট হয়। বর্তমানে মামলাটি তদন্ত চলমান থাকায় রিপনকে আপাতত ছুটিতে রাখা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের অভিযোগে বন্ধ ৮২ লাখ টাকার সড়ক

খাবারের চিন্তা কমলেও দুশ্চিন্তা বাড়াচ্ছে বিশুদ্ধ পানির মজুত / এমভি আবদুল্লাহর নাবিকদের জন্য দুম্বা আনছে জলদস্যুরা!

পরিসংখ্যান ব্যুরোতে ৭১৪ জনের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ, থাকছে না বয়সের ছাড় 

চট্টগ্রামের পোশাক কারখানায় আগুন

বিডিজেএ'র সভাপতি মাসুম, সম্পাদক মাহবুব সৈকত

অন্তর্বাস না পরায় নারীকে বিমান থেকে নামিয়ে দেওয়ার হুমকি

ত্বক ঝকঝকে রাখবে তরমুজ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারে নেই কার্যত তদারকি

আঘাতের চিহ্ন পিঠে নিয়ে ভেসে এলো মৃত জোড়া কচ্ছপ

জাতীয় দিবসে হাসপাতালে আলোকসজ্জা না করায় শোকজ

১০

১৫ হাজার টিকিটের জন্য ঘণ্টায় ২ কোটিবার চেষ্টা

১১

চাচার ধারালো অস্ত্রের আঘাতে ভাতিজা নিহত

১২

১৫৯ জনবল নিয়োগ দেবে রংপুর সিভিল সার্জন কার্যালয়

১৩

হোয়াইটওয়াশ বাঁচানোর মিশন টাইগারদের

১৪

অলীক স্বপ্ন 

১৫

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর পাবিপ্রবিতে পানির ফিল্টার স্থাপন

১৭

সোশ্যাল মিডিয়ার চাপে লিটন : কোচ

১৮

জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ

১৯

ডামি নির্বাচনের সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে : রিজভী

২০
*/ ?>
X