
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। আজ শনিবার সন্ধ্যায় সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ধারাবাহিক সাংগঠনিক বিশৃঙ্খলা, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ ক্ষুণ্ণ হওয়া, গঠনতান্ত্রিক কার্যক্রমের ব্যত্যয় ও আগে দেওয়া শোকজ নোটিশের জবাবের উপযুক্ত প্রতিফলন না হওয়ায় চবি ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়। এ জন্য উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী সাত দিনের মধ্যে তাদের ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু কালবেলাকে বলেন, বিশ্ববিদ্যালয়ে অনেকেই বিভিন্ন বগির নামে সংঘর্ষে জড়াচ্ছে। তাদের কারণে ছাত্রলীগের নির্দেশিত স্মার্ট ক্যাম্পাস গড়া বাধাপ্রাপ্ত হচ্ছে। তাই কেন্দ্রীয় কমিটি থেকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের মধ্যে যারা ছাত্রলীগের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা খুব শিগগিরই ব্যবস্থা নিচ্ছি।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি দিবাগত রাতে আলাওলের হলের একটি কক্ষ দখলকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের উপপক্ষ বিজয় ব্রাদার্স ও মকু পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করে। তবুও গত তিনদিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে।