
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র্যাগ নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। বিশ্ববিদ্যালয়টিতে র্যাগ নিয়ে নানা ঘটনা রয়েছে, যা নানা সময় বিতর্কের জন্ম দিয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে র্যাগিং কার্যক্রম বন্ধ ও প্রতিকারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক নূরুল আলম। এসময় তিনি র্যাগিং বন্ধে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান।
সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডিন, হল প্রভোস্ট, প্রক্টর, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও র্যাগিং রোধে পরামর্শ প্রদান করেন।