
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার জন্য অনলাইন রেজিস্ট্রেশন চলছে। গত ১৮ মে এই অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়। যা চলবে আগামী ১৬ জুন পর্যন্ত।
ইতিমধ্যে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন শুরু করে দিয়েছেন। এবার এ, বি, সি এবং ই ইউনিটে ৯০০ এবং ডি ইউনিটে ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিং, বিকাশ অথবা রকেটের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবে।
রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে। যদিও পরীক্ষার জন্য ৩১ জুলাই থেকে ১১ আগস্ট সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।