ঘরে বসেই কাজ করতে পারবেন এসিসিএ সনদধারীরা : শিক্ষা উপমন্ত্রী

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ছবি : সংগৃহীত

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বিএম (কারিগরি বোর্ডের অধীন এইচএসসি)-এর শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন করে একে কর্ম উপযোগী করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক একটি প্রফেশনাল সংস্থা অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড একাউনটেন্টস (এসিসিএ) উচ্চমাধ্যমিক পর্যায়ের একটি কোর্সকে সার্টিফিকেট দিচ্ছে।

তিনি বলেন, এসিসিএ সনদ প্রদান করায় শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ ও স্বীকৃতি দুটোই পাবে। সার্টিফিকেটধারীরা বিদেশে না গিয়েও ঘরে বসে কাজ করতে পারবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম স্পেশ্যালাইজেশন (এসিসিএ)-এর অ্যাক্রিডিটেশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. ওমর ফারুক, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান, এসিসিএর কান্ট্রি ম্যানেজার প্রমা তাপসী খান প্রমুখ।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৭ আগস্ট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড একাউন্টটেন্টস (এসিসিএ)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সারা বিশ্বে বাংলাদেশেই প্রথম উচ্চ মাধ্যমিক পর্যায়ের একটি কোর্সকে স্বীকৃতি দেয় এসিসিএ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com