কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রধান ফটক ও গোল চত্বরে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের কুশপুত্তলিকা টাঙিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা।
শুক্রবার (১০মে) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে শিক্ষক সমিতি এ কুশপুত্তলিকা স্থাপন করে।
এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কাজী আনিছুল ইসলাম বলেন, বিশ্বে বিভিন্ন ধরনের প্রতিবাদ হয়ে থাকে। শিক্ষক সমিতিও তাদের ভাষায় প্রতিবাদ জানিয়েছে।
শিক্ষক সমিতির সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ড. জান্নাতুল ফেরদৌস বলেন, এ উপাচার্য আসার পর থেকে শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তিনি একটা আমদানিকৃত পচা মাল। একজন উপাচার্য হয়ে তিনি মিথ্যাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। আজকে সর্বশেষ ঘৃণার বহিঃপ্রকাশ হিসেবে ডাস্টবিনের ওপর তার কুশপুত্তলিকা স্থাপন করেছি।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, আমরা শিক্ষকদের সমস্যা নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। সর্বশেষ গত ২৮ এপ্রিল শিক্ষকদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা হয়েছে। এ নিয়েও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। আজকে তিনি ক্যাম্পাসে না এসেও গুচ্ছ ভর্তি পরীক্ষার সম্মানি গ্রহণ করছেন। এর প্রতিবাদে আমরা তার কুশপুত্তলিকা স্থাপন করেছি।
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের সঙ্গে যোগাযোগ করার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।
মন্তব্য করুন