ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০৮:৩৩ এএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

তীব্র গরমে ছুটির বিষয়ে কী বলছে ঢাবি প্রশাসন

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সারাদেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে স্কুল, কলেজ ও মাদ্রাসা ছুটি ঘোষণা করেছে সরকার। ঘোষণা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয় আগামী ২৭ এপ্রিল পর্যন্ত এবং মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসায় আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ছুটির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের অন্যান্য স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ভাবছে তা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার কালবেলাকে বলেন, আপাতত নতুন কোনো সিদ্ধান্ত আমাদের নেই। ভাইস চ্যান্সেলরসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে এ ব্যাপারে আজ আলোচনা করা যেতে পারে। আলোচনার প্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত গৃহীত হলে সেটা জানিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমার ধারণা, স্কুল-কলেজের পরিবেশ বা প্রেক্ষাপটের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিবেশের একটু ভিন্নতা রয়েছে। স্কুল কলেজের শিক্ষার্থীরা অনেকেই হেঁটে, সাইকেলে করে, ভ্যানে করে ক্লাস করতে বা পরীক্ষা দিতে যায়। অতিমাত্রায় তাপমাত্রা থাকায় এসব বাচ্চাদের যাতায়াতে অসুবিধা হয়। বিশেষ করে, রাজশাহী ও চুয়াডাঙ্গাসহ দেশের অন্যান্য কিছু এলাকায়। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকেই আবাসিক হলে থাকে, তারা অল্প সময়েই ক্লাস-পরীক্ষায় যেতে পারে। যারা একটু দূরে থাকে, তারা রিকশা বা অন্যান্য যানবাহনে চলে আসতে পারে। আর যারা বাসায় থাকে তাদের আনার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাস দেওয়া আছে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল-কলেজের বাচ্চাদের মতো এত বেশি সমস্যায় পড়তে হয় না। এ ছাড়া, আমাদের অর্ধেকেরও বেশি ক্লাসরুম শীতাতপ নিয়ন্ত্রিত আছে। তারপরও বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

এর আগে, গতকাল (শনিবার) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ৭ দিন সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান দাবদাহে শিশুশিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশুকল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে। এর আগে, সকালে প্রাথমিক বিদ্যালয়ে শুধু অ্যাসেম্বলি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান দাবদাহ ও আবহাওয়া দপ্তরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছুটি ঘোষণা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিধানসভা উপনির্বাচন / পশ্চিমবঙ্গে ৬ আসনেই তৃণমূলের জয়

জোর করে পদত্যাগ করানো সেই উপাধ্যক্ষের হৃদরোগে মৃত্যু!

বিচ্ছেদের যন্ত্রণা নিয়ে পরীমণির স্ট্যাটাস

টেস্টে হাসানের দারুণ রেকর্ড

নির্দোষ ব্যক্তিদের নামে হওয়া মামলা আইন মেনে প্রত্যাহারের নির্দেশ

ব্র্যাকের মানসিক স্বাস্থ্যসেবা হটলাইন ‘মনের যত্ন’ চালু

৮ মাসে কোরআন মুখস্থ করলেন ৮ বছরের ওমর

নৌবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন সেনাবাহিনী

বিধানসভা নির্বাচন / ঝাড়খণ্ড জনমুক্তি-কংগ্রেসের, মহারাষ্ট্রে বিজেপি জোটের জয়

বেসিস ডিজিটাল মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

১০

নেতাদের বাঁচার উপায় বাতলে দিলেন তারেক রহমান

১১

গল্পে গল্পে পাপনকে খোঁচা ফারুকের

১২

পাকিস্তানে কাল আরেক অভ্যুত্থান হবে?

১৩

ছাত্র আন্দোলনে ‘২৮ রাউন্ড গুলি’ করা সেই তৌহিদ গ্রেপ্তার  

১৪

‘অনন্যা সাহিত্য পুরস্কার ১৪৩১’ পেলেন নূরে জান্নাত ও নুসরাত নুসিন

১৫

আড়াই কোটি টাকা আত্মসাৎসহ নানা অভিযোগে সেই অধ্যক্ষ বরখাস্ত

১৬

ঢাকাবাসীকে যে কোনো উপায়ে নিরাপদ রাখতে হবে : ডিএমপি কমিশনার

১৭

অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখাতে গিয়ে বিএনপি নেতাকর্মীর হাতে পিটুনি

১৮

মানসিক ট্রমায় ইসরায়েলি সেনাদের আত্মহত্যা

১৯

৪৯ দিনে হাফেজ হওয়া সেই হাবিবুরের ইচ্ছাপূরণ করলেন আহমাদুল্লাহ

২০
X