রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে ভোটগ্রহণের সম্ভাব্য সময় হিসেবে চলতি বছরের জুন মাসের দ্বিতীয় সপ্তাহ উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোডম্যাপ অনুযায়ী শিক্ষক ও শিক্ষার্থীদের অনলাইনে রাকসু বিধিমালার খসড়া সংশোধনী সম্পর্কে পরামর্শ ও মতামত প্রদানের শেষ তারিখ ২৮ মার্চ রাত ১২টা পর্যন্ত। এ ছাড়া রাকসু বিধিমালা ও নির্বাচনের আচরণবিধি চূড়ান্তকরণ ও প্রকাশের শেষ সময় ১৩ এপ্রিল। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৮ এপ্রিল। ভোটার তালিকা সম্পর্কে আপত্তি প্রকাশের শেষ তারিখ ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৩ মে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মনোনয়নপত্র বিতরণ করা হবে ১৫ মে থেকে। মনোনয়নপত্র দাখিল করা হবে ১৯ মে থেকে। মনোনয়নপত্র নিরীক্ষা ও বাছাই করা হবে ২০ মে থেকে। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২২ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৭ মে এবং ভোট গ্রহণের সম্ভাব্য সময় জুন মাসের দ্বিতীয় সপ্তাহ।
এ ছাড়া রাকসু বিধিমালার খসড়া অনলাইনে প্রকাশের তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মন্তব্য করুন