পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ১৫তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী অঞ্চলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২ এ বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটি এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে পাবিপ্রবির গণিত বিভাগ আঞ্চলিক পর্যায়ের এ প্রতিযোগিতার আয়োজন করে।
এবছরের অলিম্পিয়াডে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), আজিজুল হক সরকারি কলেজ (বগুড়া), সরকারি এডওয়ার্ড কলেজ (পাবনা), শহীদ বুলবুল সরকারি কলেজ (পাবনা)সহ রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক পর্যায়ের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। দুই ঘণ্টার লিখিত পরীক্ষার মাধ্যমে ১০ জন শিক্ষার্থীকে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের জন্য মনোনীত করা হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন পাবিপ্রবির গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের রফিকুজ্জামান রাফি।
গণিত অলিম্পিয়াডের রাজশাহী অঞ্চলের প্রতিযোগিতার আহ্বায়ক এবং পাবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিমা খাতুন ও গণিত সমিতির সদস্য কাজী খায়রুল বাশার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. কাজী সেলিনা সুলতানা, অধ্যাপক ড. এম জুলফিকার আলী, অধ্যাপক ড. মো. শাহাদত হোসেন, ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. আবু বকর প্রামানিক।
এ ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান খান, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. একরামুল ইসলাম এবং রাজশাহী আঞ্চলিক স্নাতক গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. নূর আলমসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকরা।
মন্তব্য করুন