রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
চবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

চবিতে ডোপ টেস্ট শুরু ১২ ডিসেম্বর, পজিটিভ হলে যে শাস্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (প্রশাসন) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (প্রশাসন) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে (চবি) মাদকমুক্ত করার লক্ষ্যে শিক্ষার্থীদের ডোপ টেস্টের কার্যক্রম শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) থেকে। ডোপ টেস্টের পর কোনো শিক্ষার্থীদের মধ্যে মাদকের উপসর্গ পেলে বাতিল হবে হলের সিট। এতে ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।

সোমবার (০৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (প্রশাসন) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘আমরা দায়িত্ব নিয়েই হলে আসন বরাদ্দ দিয়েছি। আসন বরাদ্দের সময় বলেছিলাম আবাসিক শিক্ষার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক। তখন ডোপ টেস্ট করে উঠাতে পারিনি কারণ তাতে বিশ্ববিদ্যালয় খুলতে দেরি হওয়ার সম্ভাবনা ছিল। পূর্বে সেটি চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) করার কথা ছিল কিন্তু এখন আমরা সেটি আমাদের চবি মেডিকেলেই করব। এ ছাড়া শিক্ষার্থীদের ডোপ টেস্ট করতে গেলে যে ব্যয়বহুল খরচ, সেটা কমিয়ে আনার জন্য আমরা নিজস্ব ল্যাবে টেস্ট করার পরিকল্পনা করেছি। সরকারি রেটে সর্বনিম্ন ৯৫০ টাকার টেস্ট আমরা ৩৫০ টাকা খরচে নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব ল্যাব ব্যবহার করে এ ডোপ টেস্ট করা হবে।’ তিনি বলেন, ‘শুধু শিক্ষার্থীরাই না, পর্যায়ক্রমে নিরাপত্তা কর্মীদেরও ডোট টেস্ট করতে হবে। আমাদের নিরাপত্তা কর্মীসহ অনেকেই মাদকাসক্ত। আমরা পর্যায়ক্রমে সবগুলোতেই হাত দেব।’

ডোপ টেস্ট কমিটির সমন্বয়ক জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আতিয়ার রহমান বলেন, ‘আগামী ১২ ডিসেম্বর সকাল ৯টা থেকে শুরু হবে এ ডোপ টেস্ট। ৫টা নির্দিষ্ট মাদককে বেছে নিয়ে এ টেস্ট করা হবে। এর মাধ্যমে ছাত্রদের মাদকাসক্ত হিসেবে পরিচয় করানো নয় বরং সচেতনতা তৈরির চেষ্টা করা হবে। এ এফ রহমান হলের ছাত্রদের দিয়ে শুরু হবে এ কার্যক্রম। আমরা আমেরিকান কিটস দিয়ে টেস্ট কার্যক্রম পরিচালনা করব।’

তিনি বলেন, ‘ডোপ টেস্টের জন্য এ এফ রহমান হলের শিক্ষার্থীদের ১১ ডিসেম্বরের মধ্যে ব্যাংকে টাকা জমা দিতে হবে।’

হল অনুযায়ী ডোপ টেস্টের তারিখ

এএফ রহমান হল ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর, আলাওল হল ১৫, ১৬ ও ১৭ ডিসেম্বর, শহীদ আব্দুর রব হল ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর, মাস্টার দা সূর্যসেন হল ২১, ২২ ও ২৩ ডিসেম্বর, শাহ আমানত হল ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ডিসেম্বর, সোহরাওয়ার্দী হল ৩০, ৩১ ডিসেম্বর ও ১, ২ জানুয়ারি, শাহজালাল হল ৩, ৪, ৫, ৬ জানুয়ারি, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল ৭ জানুয়ারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের আহ্বান

কিশোর বয়সে প্রেম ও বিয়ে, অতঃপর যা ঘটল

বিজিএমইএ প্রশাসকের সাথে নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইএমএফ ঋণের চতুর্থ কিস্তি ১০ ফেব্রুয়ারির মধ্যে পাওয়া যাবে 

‘ট্রাফিক পুলিশের প্রধান দায়িত্ব হলো নাগরিকদের গন্তব্যে পৌঁছানো’ 

তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই সারাদেশে কৃষক সমাবেশ : টিএস আইয়ূব

শহীদ সুজনের মেয়েকে নিয়ে দুর্ভাবনায় দিন কাটছে রেখা বেগমের

বিএনপির দুপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ, আহত ১০

আমরা জনবান্ধব পুলিশ হতে চাই : ডিবি প্রধান

হেলিকপ্টারে চড়িয়ে মায়ের ইচ্ছে পূরণ করলেন আয়নাল

১০

চাঁদা না পেয়ে প্রবাসীর ঘরে তালা দিলেন ইউপি সদস্য

১১

দেশে দখলবাজের পরিবর্তন হয়েছে, দখলদারত্ব বন্ধ হয়নি : হাসনাত

১২

পয়েন্ট পেল ফকিরেরপুল, ওয়ান্ডারার্স

১৩

১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

এমএ আজিজ স্টেডিয়াম পেল বাফুফে

১৫

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৬

কাবাডির পাশে থাকার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার

১৭

ভারতের মাতব্বরি নয়, বিএনপি বন্ধুসুলভ আচরণ চায় : গয়েশ্বর

১৮

ইসরায়েলি হামলায় একই পরিবারের ৭ শিশু নিহত

১৯

পুনর্মিলনী করবে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন যশোর ৯৫ ব্যাচ

২০
X