খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী ও বাস শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় রাজীব পরিবহনের ম্যানেজারসহ দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (০৪ ডিসেম্বর) রাতে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
সোনাডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, দুজনকে আটক করা হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খুলনায় শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষের ৪ ঘণ্টা পর বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকাল থেকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
জানা যায়, বুধবার গোপালগঞ্জ থেকে বাসে আসার সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করে রাজীব পরিবহনের হেলপার ও সুপারভাইজার। এ খবর শুনে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা ছুটে এলে তাদের ওপরও হামলা চালান বাস শ্রমিকরা। এ সময় বাস শ্রমিক ও খুবি শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে খুবির ১৫-২০ জন শিক্ষার্থী আহত হন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি বাস ও কাউন্টার ভাঙচুর করে।
মন্তব্য করুন