বিশ্ববিদ্যালয় দিবসের দিন থেকেই জবির প্রথম বর্ষের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরুর প্রত্যাশা বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে মুঠোফোনে কালবেলাকে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা চাচ্ছি আগামী ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসেই প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু করতে। এক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুযায়ী সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
এ ছাড়া তিনি বলেন আজ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আলোচনা সভায় নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরুর বিষয়ে আলোচনা হয়। সভায় পূজার পরপরই সকল বিশ্ববিদ্যালয় ক্লাস শুরুর প্রত্যাশা জানান। খুব অল্প সংখ্যক আসন খালি আছে। চতুর্থ মেরিট লিস্টেই আসন পরিপূর্ণ হয়ে যাবে।
এর আগে, গত ২৭ এপ্রিল ‘এ’ ইউনিট, ৩ মে ‘বি’ ইউনিট এবং ১০ মে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় দেশের ২৪ টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশ নেয়।
প্রসঙ্গত, এর আগে বুধবার (২৫ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের বিভিন্ন ব্যাচ ও বিভাগ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, যারা স্বৈরাচারের হয়ে প্রত্যক্ষ কাজ করেছে, তাদের উৎসাহিত করেছে, আমি ব্যক্তিগতভাবে তাদের ক্যাম্পাসে দেখতে চাই না। আমি এদের ভাইস-চ্যান্সেলর হতে চাই না। আমরা যারা দায়িত্বে আছি তারা আইনে বাধা। চাইলেও আমরা সবকিছু করতে পারি না। সবাইকে একসাথে চলতে হবে, স্বৈরাচারকে ঠেকাতে হবে এবং সবাই মিলে সফলতা অর্জন করতে হবে।
হল ও আবাসন সংকটের বিষয়ে উপাচার্য বলেন, আমাদের হল নেই। এখানে ভিসি ভবনও নাই। আমি কোথায় থাকব তারও ঠিক নেই। আমি তো ক্যাম্পাসেই থাকতে চাই। কিন্তু এখানে থাকার জায়গা নাই। নতুন ক্যাম্পাসে টেম্পরারি থাকার ব্যবস্থা করা যায় কিনা সেটাও আমি ভাবছি। ১০ হাজার শিক্ষার্থীর থাকার ব্যবস্থা করা সহজ কিছু নয়। যা ১৯ বছরে হয়নি তা এক মাসে হয়তো হবে না। তবে আমরা অগ্রগতি জানাব। আমি তোমাদের ভিসি। আমরা সবাই মিলে সফল হবো।
মন্তব্য করুন