চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলে শিক্ষার্থীদের আসন বরাদ্দের পর আগামী ৬ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপাচার্যের সম্মেলন কক্ষে জরুরি সিন্ডিকেট সভায় এ কথা জানানো হয়।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দীন খান।
ড. মোহাম্মদ শামীম উদ্দীন খান বলেন, আগামী রোববার (২৯ সেপ্টেম্বর) থেকে বুধবার (২ অক্টোবর) পর্যন্ত চারদিন আবাসিক হলে সিটের জন্য আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। পুরো প্রক্রিয়াটি হবে অনলাইনে। পরে আগামী ০৩ অক্টোবর আসন বরাদ্দ দেওয়া হবে এবং ৫ অক্টোবর থেকে আবাসিক হলে উঠতে পারবে শিক্ষার্থীরা।
মন্তব্য করুন