কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ১১:৩৬ পিএম
আপডেট : ২৪ মে ২০২৪, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

মাধবপুর দরগাবাড়ি পৌর দাখিল মাদ্রাসার সুপার সিদ্দিকুর রহমান। ছবি : কালবেলা
মাধবপুর দরগাবাড়ি পৌর দাখিল মাদ্রাসার সুপার সিদ্দিকুর রহমান। ছবি : কালবেলা

হবিগঞ্জের মাধবপুরে দরগাবাড়ি পৌর দাখিল মাদ্রাসা নামে একটি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সুপার সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, পরীক্ষার হলে নকল সরবরাহ, সাংবাদিকদের হয়রানি ও অর্থ আত্মসাৎসহ একাধিক অভিযোগ উঠেছে।

এ নিয়ে এলাকাবাসী, মাদ্রাসা শিক্ষক ও অভিভাবকরা মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ইউএনওর কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন। অনেক শিক্ষক ফেসবুক লাইভে এসে এসবের দ্রুত তদন্তের দাবি করেছেন স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের কাছে।

সরেজমিনে জানা যায়, বিগত ৩ বছর ধরে ভুয়া বিলও ভাউচারে মাদ্রাসা ফান্ডের অর্থ হরিলুট করছেন সিদ্দিকুর রহমান নামে ওই মাদ্রাসার সুপার। হিসাব চাইলে দেওয়া হয় না হিসাব। চারজন কর্মচারী নিয়োগ বাণিজ্য করে নিজের আত্মীয়স্বজনকে বিধিবহির্ভূতভাবে নিয়োগ দেন। এলাকাবাসী এ নিয়ে মানববন্ধনও করেছেন।

উপজেলার এসএসসি ও সমমান দাখিল পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্ব পাওয়া ওই সুপার দাখিল পরীক্ষায় পাঁচটি মাদ্রাসার শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৭৫০ টাকা করে চাঁদা উঠালেও পরীক্ষার হলে দায়িত্ব শিক্ষকদের ১০০ টাকারও কম সম্মানী প্রদান করেন। প্রতি বছর প্রায় লক্ষাধিক টাকা আত্মসাৎ করছেন তিনি। বিগত ৩ বছর ধরে চলা এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কেউ সাহস পায় না। এ নিয়ে স্থানীয় কমলপুর শাহজালাল আলিম মাদ্রাসার অধ্যক্ষ আনিসুর রহমান মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন।

সম্প্রতি আবারও দাখিল পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করা সিদ্দিকুর রহমান পরীক্ষার হলে উন্মুক্ত নকল সরবরাহ করেছেন। তার লোকেরা মাইক দিয়ে তার মাদ্রাসা শিক্ষার্থীদের এমসিকিউ প্রশ্নের উত্তর বলে দিতেন। সকল রুমে একই সেটকোড পূরণ করার মতো আশ্চর্যজনক ঘটনাও ঘটেছে।

বিষয়টি স্থানীয় কালবেলার উপজেলা প্রতিনিধি মুজাহিদ মসি স্থানীয় কয়েকজন সাংবাদিকসহ অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে নকলের তথ্য ও ভিডিও হবিগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে প্রেরণ করলে তাৎক্ষণিক মোবাইল কোর্ট তার মাদ্রাসার সেলিম মিয়া নামে এক শিক্ষককে গ্রেপ্তার করে। গঠিত হয় তদন্ত কমিটিও। কিন্তু সিদ্দিকুর রহমান ঘুষ দিয়ে তদন্ত কমিটি থেকে তার নাম কাটিয়ে নেন বলে অভিযোগ পাওয়া গেছে।

কিন্তু রহস্যজনকভাবে ওই মাদ্রাসার দাখিল পরীক্ষার ফল দেওয়ার পর অর্থাৎ ঘটনার ৪ মাস পর সিদ্দিকুর রহমান বাদী হয়ে সাংবাদিক মুজাহিদ মসিসহ নকলের প্রতিবাদকারী এক মাদ্রাসার প্রিন্সিপাল ও ডিউটিরত দুজন শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে এলাকায় নিন্দার ঝড় ওঠে।

অবশ্য মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলছেন, প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে, মামলাটা কিছুটা প্রতিহিংসামূলক। চার্জশিট প্রদানে সত্যতা বেরিয়ে আসবে।

এসব বিষয়ে সিদ্দিকী রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, কিছু অনিয়ম-দুর্নীতি পরিস্থিতির কারণে ম্যানেজিং কমিটির কেউ কেউ করলেও করতে পারে। আর আমি সবকিছু একা করি না। পরীক্ষার কেন্দ্রের বিষয়টি উপরে টাকা দিয়ে ম্যানেজ রাখতে হয়। সাংবাদিকের বিরুদ্ধে মামলার বিষয়টি মীমাংসার প্রস্তাব দেওয়া হয়েছে। দ্রুত এটি মীমাংসা হয়ে যাবে। এর বেশি কিছু বলতে আমি রাজি নই।

ঘটনার ৪ মাস পর রহস্যজনকভাবে সাংবাদিককে মামলার আসামি করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব দেননি।

স্থানীয় সালেহাবাদ এমএস দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম জানান, সিদ্দিকুর রহমান শুধু দুর্নীতিবাজই নয়, তিনি পরীক্ষা কেন্দ্রকে নকলের স্বর্গরাজ্য বানিয়েছেন। সেজন্য আমিসহ অনেক শিক্ষক পরীক্ষা কেন্দ্রে ডিউটি নিতে যাই না। নকল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। দ্রুত এ বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সময়ের দাবি।

হবিগঞ্জের জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল্লাহ বলেন, সিদ্দিকুর রহমানের অনিয়ম দুর্নীতির বিষয়টি আমাদের অফিসও অবগত। এ বিষয়ে মাধবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা তদন্ত করছেন। নতুন ম্যানেজিং কমিটি পুনর্গঠিত হয়েছে। দ্রুতই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে মাধবপুরের ইউএনও একেএম ফয়সালকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে তদন্ত চলছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স পুনর্গঠন

গুম-খুন-চাঁদাবাজিতে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পদযাত্রা

নরসিংদীতে রাস্তা পারাপারের সময় বাসচাপায় শিশু নিহত

রাজধানীতে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

সিডিএর বোর্ড সদস্য সাংবাদিক-আইনজীবী-প্রকৌশলীসহ ৭ জন

চেয়ারে বসা সেই শিক্ষার্থীকে ক্ষমা করে দিলেন প্রধান শিক্ষক

সম্পত্তির জেরে আপন ভাইকে পিটিয়ে হত্যা

জাবির সাবেক উপাচার্যসহ দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

ঢাকা ডেন্টাল ও কুমিল্লা মেডিকেলের অধ্যক্ষকে ওএসডি

একযুগেও শেষ হয়নি রামু বৌদ্ধ মন্দির হামলার বিচার

১০

হাউমাউ করে কেঁদে বাবাকে পরকীয়া থেকে ফিরিয়ে আনার আকুতি

১১

বৃষ্টির অজুহাতে মোকামেই সবজির দাম বেড়েছে মণে ৫শ টাকা

১২

ববির নতুন প্রক্টর ড. রাহাত ফয়সাল

১৩

১০ম গ্রেড বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজিকে স্মারকলিপি

১৪

বিশ্ববাসীকে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ডাক

১৫

মাহমুদুর রহমানের জেল মেনে নিতে পারছি না : জামায়াতের আমির

১৬

ইউপি সদস্যের স্বেচ্ছাচারিতায় পানিবন্দি ৫০ পরিবার

১৭

‘মহানবীর অপমানে সমগ্র মুসলিমের অপমান’

১৮

গাজীপুরে ব্যাংক কর্মকর্তা ও আনসার সদস্যকে কুপিয়ে টাকা ছিনতাই

১৯

চিকিৎসকদের নিরাপত্তার দাবি জানিয়েছেন ডা. রফিকুল ইসলাম

২০
X