মধ্যরাতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল উপস্থিত ছিলেন।
শুক্রবার (১০ মে) রাত সাড়ে ১১ টার দিকে নগরভবনের সামনে থেকে পচ্ছিন্নতা অভিযান শুরু করেন তিনি। পরে ক্বিন ব্রিজের নিচে গিয়ে ঝাড়ু হাতে প্রতীকীভাবে পরিচ্ছন্ন কাজে অংশ নেন।
এ সময় সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা সার্কিট হাউসের সামনে পর্যন্ত পরিষ্কার করেন। মেয়র তা তদারক করেন।
তবে এ উদ্যোগ স্থানীয়দের কাছে খুব একটা গুরুত্ব পাচ্ছে না। অভিযান চলাকালেই পথচারীরা সাংবাদিকদের কাছে এর সার্থকতা নিয়ে প্রশ্ন তুলেন। অনেকে বলেন, দিনের পর দিন ড্রেন, নালা, বিভিন্ন মার্কেটের সামনে ময়লার স্তূপ পড়ে আছে। হঠাৎ অল্প সময়ের জন্য রাতে পরিচ্ছন্নতা অভিযান খুব একটা কাজে আসবে না। বিশেষ করে নগরবাসীকে সচেতন করার যে উদ্দেশ্য তার সফলতা পাওয়া যাবে না।
স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের করের বোঝায় মানুষ অস্থির। তখন মেয়রের মধ্যরাতে অতিথি এনে পরিচ্ছন্নতা অভিযান, সংবর্ধনা এক ধরনের ‘অভিনয়’।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাইম আহমদ , সিসিকের প্রধান বর্জ্য কর্মকর্তা কর্নেল (অব) একলিন আবেদিন, জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্করসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় তামিমের উপস্থিতি বিষয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমাদের এই আধ্যাত্মিক নগরীতে তামিমের ভক্ত অনুরাগীর অভাব নেই। তাকে দেখে সবাই আমাদের নগরীকে আরও বেশি পরিচ্ছন্ন রাখতে আন্তরিক হবেন; উৎসাহী এবং উদ্বুদ্ধ হবেন বলে আমার বিশ্বাস।’
মন্তব্য করুন