লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
লক্ষ্মীপুর-১

স্বতন্ত্র প্রার্থীর নারী কর্মীর হাত ভেঙে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২

ঈগল প্রতীকের নারী কর্মী শাহনাজ খানমের হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। ছবি : কালবেলা
ঈগল প্রতীকের নারী কর্মী শাহনাজ খানমের হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। ছবি : কালবেলা

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের নারী কর্মী শাহনাজ খানমের (৩৫) হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। পবনের ঈগল প্রতীকের গণসংযোগ করায় তার ওপর এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম বিঘা গ্রামের দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ছাড়া একই উপজেলার দরবেশপুর ইউনিয়নে পৃথক হামলায় হাবিবুর রহমান পবনের ঈগল প্রতীকের আরও ১০ সমর্থক আহত হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় হাবিবুর রহমান পবনের ফেসবুক পেইজে আপলোড করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ঘটনায় রামগঞ্জ থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছে শাহনাজের ভাই ইউসুফ খান। পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (১ জানুয়ারি) বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তাররা হলো- রাকিব হোসেন (২৬) ও মমিনুল আলম ওরফে ইমন (১৯)। আহত নারী এবং অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা।

আহত নারী শাহনাজ খানম বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের ঈগল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করি। গত কয়েকদিন থেকে নৌকার প্রার্থী আনোয়ার হোসেন খানের লোকজন আমাকে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় পবনের স্ত্রীর সাথে চৌধুরী বাজার এলাকায় গণসংযোগকালে আমাদের ওপর নৌকার লোকজন আক্রমণের চেষ্টা করে। সোমবার সকালে আমি আমার বাবার বাড়িতে আসলে নৌকার কর্মী রাকিব আমাকে গালাগাল করে- আমি যেন পবনের গণসংযোগ না করি। এ নিয়ে আমাদের মধ্যে কথাকাটাকাটি হলে রাকিব তার হাতে থাকা লোহার রড দিয়ে আমাকে মারধর করলে আমার ডান হাত ভেঙে যায়।

শাহনাজের ভাই ইউসুফ খান বলেন, আমার বোন স্বতন্ত্র প্রার্থী পবনের নির্বাচনী গণসংযোগ করায় আমাদের বাড়ির রাকিব খানের নেতৃত্বে তার ওপর হামলা করে। এতে তার ডান হাত ভেঙে যায়। তাকে উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় আমি বাদী হয়ে ঘটনার সাথে জড়িত রাকিব, মমিনুল আলম ও মো. খোকার নাম উল্লেখ করে অজ্ঞাত ২-৩ জনের নামে মামলা দায়ের করেছি।

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলায়মান বলেন, আহত নারীর সাথে অভিযুক্তদের পূর্ব থেকে বিরোধ ছিল। এ নিয়ে হামলার ঘটনা ঘটেছে। নির্বাচন নিয়ে হামলার বিষয়টি সঠিক নয় বলে জানান তিনি।

এদিকে সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় একই উপজেলার দরবেশপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের ঈগল সমর্থকদের ওপর হামলার অভিযোগ করেছে পবনের কর্মীরা। এতে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিল্লালসহ ১০ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ সোলায়মান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে নিয়ে নতুন তথ্য দিলেন পুতিন

ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ যুবদল নেতা মিল্টন গ্রেপ্তার

হঠাৎ করেই বিয়েটা করা, পরিকল্পনা ছিল না : কেয়া 

জুমার দিনে শহীদ সাইফুলের জন্য দোয়া চাইলেন আসিফ নজরুল

কাঁচাবাজারে শীতকালীন সবজিতে স্বস্তি ফিরছে

ভূমিকম্পে কাঁপল জম্মু-কাশ্মির

শিশু নুহা-নাবা বাড়িতে ফেরায় আনন্দিত বাবা মাসহ স্থানীয়রা

বিস্ফোরণে কাঁপল এলাকা, আতঙ্কে টেকনাফবাসী

ঢাকায় আতিফ আসলাম, রাতে মাতাবেন মঞ্চ

১০

জায়গা দখলের অভিযোগে বিএনপি নেতাকে অব্যাহতি

১১

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহার নিষিদ্ধ

১২

সরকার সাহায্য না করলে সুষ্ঠু ভোট করা সম্ভব নয় : বদিউল আলম

১৩

কালবেলার দুঃখ প্রকাশ

১৪

শর্ত মানবে না বিসিবি, সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের ইঙ্গিত

১৫

দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিন : অধ্যাপক মুজিবুর রহমান

১৬

রাঙামাটিতে বাস উল্টে আহত ২০

১৭

ভয়েস অব আমেরিকার জরিপ / বাংলাদেশে সংখ্যালঘুরা আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে

১৮

গুগল ম্যাপ দেখে গাড়ি নদীতে, বিশ্বাসযোগ্যতা নিয়ে বিতর্ক চরমে

১৯

আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান

২০
X