নড়াইলের কালিয়া ও নড়াগাতি থানা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ৩৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নাশকতা ও বিএনপির অফিস ভাঙচুরের আলাদা ৩টি মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মেহেদী হাসান এবং সাবরিনা চৌধুরী তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী বেলায়েত হোসেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১০ ডিসেম্বর কালিয়া উপজেলার পার বিষ্ণুপুর এলাকায় বিএনপির অফিস ভাঙচুরের ঘটনাসহ নড়াগাতি এলাকার নাশকতার আলাদা ৩টি মামলায় কালিয়া ও নড়াগাতি থানা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩৫ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন। বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানের নির্দেশ দেন।
আদালত থেকে কারাগারে নেওয়ার পথে তারা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, জ্বালো জ্বালো আগুন জ্বালো, জয় বাংলা, জয় বঙ্গবন্ধুসহ বিভিন্ন স্লোগান দেন।
মন্তব্য করুন