শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘ধর্ষণের মিথ্যা খবর প্রচারে ভেঙে পড়েছি’

ডাকাতি হওয়া বাস। ছবি : কালবেলা
ডাকাতি হওয়া বাস। ছবি : কালবেলা

গত ১৭ ফেব্রুয়ারি টাঙ্গাইলে রাজশাহীগামী যে বাসে ডাকাতি হয়, সেই বাসের এক নারী যাত্রী আক্ষেপ করে বলেছেন- ধর্ষিত হইনি, কেউ বিশ্বাস করছে না। মনে হচ্ছে, ধর্ষণ না হলেও সবাই আমাকে ধর্ষণ করায়ে দেবে।

তিনি বলেন, কেউ বিশ্বাস করছে না যে আমার সঙ্গে এ রকম কিছু হয়নি। সবাই প্রচার করছে যে আমি ধর্ষিত হয়েছি। এখন সবাই আমাকে খারাপ দৃষ্টিতে দেখছে। আমার কথা তো আর কেউ বিশ্বাস করে না। সবাই বলছে, হ্যাঁ, হয়েছে। না হলে কেন বলবে মিডিয়া। খুব বিপদে পড়েছি।

ওই নারীর বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলায়। তিনি একটি কীর্তন দলের শিল্পী। ঘটনার রাতে কীর্তন দলের আরও পাঁচজন পুরুষের সঙ্গে বাসটিতে হেমায়েতপুর থেকে রাজশাহী আসছিলেন তিনি।

বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ওই ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত। গণমাধ্যমেও নানা সংবাদ প্রকাশ হচ্ছে। সেখানে ইঙ্গিত করা হচ্ছে, মহাদেবপুরের ওই হিন্দু নারী ধর্ষণের শিকার হয়েছেন। বাসের আরেক নারী যাত্রীও গণমাধ্যমে এমন বক্তব্যও দিয়েছেন। এর পর থেকেই সামাজিকভাবে হেনস্তার শিকার হচ্ছেন গানের দলের ওই শিল্পী।

ভুক্তভোগী ওই নারী আরও বলেন, ‘ওরা তো ছাড়ছে যে আমার সঙ্গে হইছে (ধর্ষণের ঘটনা)। ওরা তো ওটা প্রচার করছে। একটা মহিলা (বাসের যাত্রী) বলছে। ওই মহিলা তো আমার নামটাও বলছে। ওই মহিলা কি আমাকে দেখছিল? বাস্তবেই আমাকে দেখছিল কি আমি ধর্ষণ হলাম? ও তো ছিল আমার ছয় ফুট সামনে। সে কীভাবে আমাকে দেখতে পেল?’

তাহলে কেন এমন কথা আসছে—জানতে চাইলে তিনি বলেন, ‘ওটাই এখন আমার প্রশ্ন। কেন তিনি ওই কথা বললেন। উনি তো নিজের চোখে দেখতে পাননি। আমি কান্নাকাটি করেছি, ঠিক আছে। কিন্তু তাই বলে যে তিনি ধর্ষণের একটা কথা বলে দেবে আমার বিষয়ে, এটা তো সঠিক না। যেটা সঠিক না, ওটা বলবে কেন?’

তিনি বলতে থাকেন, আবার এমনও বলছে বাসে নাকি আমার স্বামী ছিল। আমার স্বামী তো এক বছর ধরে অসুস্থ। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিছানায় পড়ে আছে।

গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানিয়ে ওই নারী বলেন, মিডিয়া যে এই রকম খবর ছাপাল, মিডিয়া কি একবারের জন্য আমার কাছে আসছিল? এখন পর্যন্ত আমার কাছে কোনো মিডিয়া আসেনি। আমার মুখ থেকে শুনল না, তারা কীভাবে এটা তুলে ধরল?

ওই নারী পুলিশকে বলেছেন, ডাকাতরা তল্লাশির জন্য কয়েকবার শরীরে হাত দিয়েছে। জোর করে হাত থেকে চুরি ও পায়ের নূপুর খুলে নিয়েছে। ছোট ছোট চুড়ি হাত থেকে খোলার সময় ব্যথা পেয়ে তিনি চিৎকার করেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।

তিনি বলেন, নাটোর থেকে পুলিশ এসেছিল ২১ ফেব্রুয়ারি। এ ছাড়া গত পরশু পুলিশ এসেছিল টাঙ্গাইলের মির্জাপুর থেকে। যেটা সত্যি সেটাই বলেছি।

তিনি আরও বলেন, আমি ইউটিউব তো দেখিনি। কোনো খবরও শুনিনি। যার কারণে আমি বুঝতেই পারিনি জলটা এতদূর গড়িয়েছে। গতকাল (বুধবার) আমি দেখেছি, দেখার পর তো আমার মাথায় কাজ করে না। টাকা-পয়সা-গহনা কেড়ে নেওয়ায় দুঃখ পাইনি, ধর্ষণের মিথ্যা খবর প্রচারে ভেঙে পড়েছি।

ভুক্তভোগী নারী বলেন, খবর দেখার পর সব জায়গায় ফোন করেছি। টাঙ্গাইলের মির্জাপুরে ফোন করেছি, নাটোরের বড়াইগ্রাম থানায় ফোন করেছি। আমাদের মহাদেবপুরেও জানিয়েছি বিষয়টা। কেন আমার সম্পর্কে এমন কথা বলা হচ্ছে, সেটা জানতে চেয়েছি। এখন সবাই আমাকে বলছে, এটা শুধু আপনার প্রশ্ন না। এটা সবারই প্রশ্ন।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসে প্রায় তিন ঘণ্টা ধরে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনাও ঘটে। এক নারী যাত্রী ধর্ষণের শিকার বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়। ডাকাতির ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা হয়। মামলায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুয়েটের কর্মশালায় বক্তারা / ‘খাল ও বর্জ্য ব্যবস্থাপনার অভাবে জলাবদ্ধতা বাড়ছে’

সাভার সরকারি কলেজে আত্মরক্ষার প্রশিক্ষণ আয়োজনে ‘ছবিঘর’

মেজর সিনহার স্মরণে বাহারছড়ায় স্মৃতিফলক উন্মোচন

‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’র পদ থেকে রাবির ২ সদস্যের পদত্যাগ

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা

সাবেক ওসি ও গোয়েন্দা পরিদর্শকসহ চার পুলিশ কারাগারে

বইমেলায় নতুন বই ‘তথ্যপ্রযুক্তির অগ্রদূত বেগম খালেদা জিয়া’

৫৯ হাজার লিটার সয়াবিন তেল মজুত, ম্যানেজারকে জরিমানা

মজা করে ডিএনএ টেস্ট, মাথায় হাত তরুণীর!

তুরস্কের ৪০ বছরের লড়াইয়ের অবসান, পিকেকে-কে অস্ত্র সমর্পণের নির্দেশ

১০

সরকারি কর্মসূচিতে দেখা মিলল আ.লীগ নেতাদের

১১

বাংলাদেশে জনপ্রিয়তায় সর্বোচ্চ শিখরে তারেক রহমান : যুবদল সভাপতি

১২

গ্রেপ্তার হাবিপ্রবির সেই ৪ কর্মকর্তা বরখাস্ত

১৩

সামরিক বহরে অত্যাধুনিক সরঞ্জাম যুক্ত করল ইরান

১৪

দেওয়ানি কার্যবিধি সংশোধন অধ্যাদেশের খসড়ায় মতামত আহ্বান

১৫

জবিতে ৪ বার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে রেকর্ড গড়লেন তামান্না

১৬

একীভূত হলো ভাসানী অনুসারী পরিষদ ও ডেমোক্রেটিক পিপলস পার্টি

১৭

সাংবাদিকতার কিছু পেছনের গল্প তুলে ধরা হয়েছে ‘নিষিদ্ধ সত্য’ বইয়ে

১৮

আ.লীগ ও সহযোগী সংগঠনের ৩৫ নেতাকর্মী কারাগারে

১৯

বুয়েটে চান্স পেলেন যমজ ২ ভাই

২০
X