ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৩ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

রুমিন ফারহানার সভা ঘিরে উত্তেজনা, ককটেল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের সভাস্থল। ইনসেটে উদ্ধারকৃত অবিস্ফোরিত ৩টি তাজা ককটেল। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের সভাস্থল। ইনসেটে উদ্ধারকৃত অবিস্ফোরিত ৩টি তাজা ককটেল। ছবি : কালবেলা

রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দল একটি সভা আহ্বান করেছে। সভায় বিএনপির সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা প্রধান অতিথি থাকার কথা রয়েছে। এদিকে একই দিনে একই মাঠে পাল্টা সভা করার ঘোষণা দিয়েছে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহ জাহান সিরাজ গ্রুপের আড়াইসিধা ইউনিয়ন বিএনপির সমর্থিতরা।

একই দিনে বিএনপির দু’গ্রুপের সভা আহ্বান করায় দেখা দিয়েছে উত্তেজনা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রুমিন ফারহানার সভাস্থলের পিছন থেকে অবিস্ফোরিত ৩টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে বিষয়টিকে রাজনৈতিক নোংরামি হিসেবে দেখছেন রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আড়াইসিধা কাদির ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠের নির্মাণাধীন সভাস্থলের পিছন থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কাছে বিএনপির দু’গ্রুপের সভা করার অনুমতির আবেদন থেকে দেখা যায়, রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দল উপজেলার আড়াইসিধা কাদির ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠে ২৮ ফেব্রুয়ারি একটি সভা করার অনুমতি চেয়ে গত ১০ ফেব্রুয়ারি আবেদন করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব। আবেদনে শান্তিপূর্ণভাবে সভা করার বিষয়ে বলা হয়। আবেদনে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আড়াইসিধা কাদির ভুইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অনুলিপি দেওয়া হয়। এই সভায় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা প্রধান অতিথি থাকার কথা রয়েছে।

অন্যদিকে এই আবেদনের ১০ দিন পরে একই দিনে ও একই স্থানে ২০ ফেব্রুয়ারি আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়ন বিএনপির কর্মী সভা আহ্বান করে আরেকটি আবেদন করে আড়াইসিধা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বাদল মিয়া। আবেদনে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আড়াইসিধা কাদির ভুইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অনুলিপি দেওয়া হয়।

এদিকে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভার আয়োজনের জন্য তিনদিন যাবত মঞ্চ তৈরির কাজ করছিল লোকজন। বুধবার রাতে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এতে বাধা দেন। বিএনপির দুই গ্রুপের সভা আহ্বানকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল উপজেলাজুড়ে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে রুমিন ফারহানার সভাস্থলের পেছন থেকে অবিস্ফোরিত তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

এই বিষয়ে আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তকিম পাটোয়ারি বলেন, আড়াইসিধা স্কুলের সামনে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল পড়ে থাকার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসি। ইতোমধ্যে সেনা সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। রুমিন ফারহানার সভাকে কেন্দ্র করে কেউ আতঙ্ক সৃষ্টি করার জন্য কেউ এই কাজ করেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এই বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সভাস্থলে ককটেল পাওয়ার বিষয়টি আসলে রাজনৈতিক নোংরামি ছাড়া আর কিছু না। আমার জনপ্রিয়তায় ভীত হয়ে এগুলো করছে। কিছু লোক পরিচ্ছন্ন রাজনীতিতে টিকতে না পেরে এবং তাদের কর্মকাণ্ডে মানুষের কাছে গ্রহণযোগ্যতা না থাকায় তারা এসব করে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল বিভাগের জন্য দক্ষিণ কোরিয়া থেকে এলো সুখবর

মাদ্রাসার ছাত্রাবাস খালি করতে অধ্যক্ষের হুমকি, শিক্ষার্থীদের প্রতিবাদ

জানা গেল রাশিয়ান তরুণীর সঙ্গে কক্সবাজারে কী ঘটেছিল

লঞ্চ ঘাটের দখল নিয়ে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, আহত ১০

ক্রিকেটে পাকিস্তান সমর্থন করায় ভারতে ব্যবসায়ীর করুণ পরিণতি

দুই পাঠাগারে তালা, একটির নেই অস্তিত্ব

বিশ্ববিদ্যালয়ের আয়ের চাপ শিক্ষার্থীদের কাঁধে

হানিট্রাপে পড়েছে মার্কিন গোয়েন্দারা?

বিকেলে বিয়ে, সকালে মিলল বরের ঝুলন্ত মরদেহ

‘জুলাই শহীদ’ ও ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দেবে সরকার

১০

মিরপুরে আন্তর্জাতিক মানের কনভেনশন হল চালু

১১

পরিবেশবান্ধব ভবন নির্মাণের উদ্যোগ নিতে হবে : রিজওয়ানা হাসান 

১২

ভারত থেকে এল আরও ১০ হাজার ৫০০ মেট্রিক টন চাল

১৩

বন্যহাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

১৪

রমজানে ডায়াবেটিস রোগীদের ওষুধ গ্রহণ নিয়ে নতুন গবেষণা

১৫

ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার কথা ভুলে যেতে বললেন ট্রাম্প

১৬

জবি ও সাংহাই বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা  / ইলিশের লিঙ্গান্তরের রহস্য উন্মোচন

১৭

সব মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবিহ পড়ার আহ্বান

১৮

ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে বিস্ফোরক বার্তা রাশিয়ার

১৯

মিরসরাইয়ে চতুর্মুখী সংঘর্ষে নিহত ২, আহত ২০

২০
X