তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

স্বামী-স্ত্রীসহ ৮ বাংলাদেশিকে আটকের পর ফেরত দিল বিএসএফ

৮ বাংলাদেশিকে আটকের পর ফেরত দিয়েছে বিএসএফ। ছবি : কালবেলা
৮ বাংলাদেশিকে আটকের পর ফেরত দিয়েছে বিএসএফ। ছবি : কালবেলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সীমান্ত অতিক্রম করার অভিযোগে স্বামী-স্ত্রীসহ ৮ বাংলাদেশিকে আটকের পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাদের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বর্ডার গার্ড বাংলাদেশের পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যাদের হস্তান্তর করা হয়েছে তারা হলেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের হরেন বর্মন ও তার স্ত্রী মমতা রানী, ছেলে অজয় কুমার বর্মন, নব বর্মন, একই উপজেলার আখা নগর ইউনিয়নের রিপন বর্মন, দেবগঞ্জ এলাকার শুশান্ত রায় এবং গড়েয়া এলাকার আশিশ রায় (১৮)। অপরজন পাথর শ্রমিক রবিউল ইসলাম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির অধীনস্থ তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের কাশিমগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার ৭৩০ এর ৬ সাব পিলার এলাকা দিয়ে মহানন্দা নদী পার হয়ে সীমান্তে কাঁটাতারের বেড়াবিহীন এলাকা দিয়ে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সাতজন বাংলাদেশি ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন।

এ সময় বিএসএফের ১৮ ব্যাটালিয়নের বানেশ্বরজোত বিওপির টহলদল তাদের আটক করে। পরে বিষয়টি বিজিবিকে জানানো হয়। বুধবার সন্ধ্যা ৬টায় সীমান্তের মেইন পিলার ৭৩০ এলাকায় বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আটক বাংলাদেশিদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

এদিকে তেঁতুলিয়ার মহানন্দা নদীতে পাথর উত্তোলনের সময় ভারতীয় সীমান্তে প্রবেশ করায় উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি এলাকার রবিউলকে আটকের পর ফেরত দিয়েছে বিএসএফ।

আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ তেঁতুলিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার ৪৪৩ এর ১৩ সাব পিলার থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে এক বাংলাদেশি পাথর শ্রমিক পাথর-বালু উত্তোলন করছিলেন। এ সময় বিএসফের ১৮ ব্যাটালিয়নের বিবেকানন্দ ক্যাম্পের টহল দল তাকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। পরে বিষয়টি তেঁতুলিয়া বিওপি জানতে পেরে বিএসএফ বানেশ্বরজোত বিওপির সঙ্গে যোগাযোগ করে। পরে বুধবার বিকেল তিনটায় পতাকা বৈঠকের পরে বাংলাদেশি পাথর শ্রমিককে বিজিবির কাছে হস্তান্তর করে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, সীমান্তে বিজিবির টহল সব সময় জোরদার করা হয়। তবে দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফের হাতে আটক হয়। পরে আমরা তাদের পতাকা বৈঠকের মাধ্যেমে ফিরিয়ে নিয়ে আসি। দেশের আইনে মামলার প্রস্তুতি চলমান।

বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া মডেল থানার ওসি এনায়েত কবির বলেন, বিজিবির পক্ষ থেকে এজাহার দায়েরের প্রক্রিয়াসহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের ৫৩ কর্মকর্তার পদায়ন

টঙ্গীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যুবদল নেতার বিরুদ্ধে রেল কর্মকর্তাকে নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগ

বৃষ্টিতে আটকা বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টস

দুর্গাপুরে প্রতিনিধি কমিটি দিল জাতীয় নাগরিক কমিটি

কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ফের বজ্রবৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা

পুলিশ বাহিনীতে নিয়োগ

গণঅধিকার পরিষদের বর্ধিত সভা আগামীকাল

বাংলাদেশের শত্রুরা এখনো গভীর চক্রান্তে লিপ্ত : খালেদা জিয়া

১০

‘আগে স্থানীয় নির্বাচন হলে সেটি হবে স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া’

১১

ঘুরতে গিয়ে বাড়ি ফেরা হলো না ২ বন্ধুর

১২

ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের প্রত্যাশা জনগণের : খালেদা জিয়া

১৩

বাকি দিয়ে পথে বসেছেন প্রতিবন্ধী জাকির

১৪

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একসঙ্গে তিন ঘূর্ণিঝড়

১৫

প্রিন্স ফ্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেতা সিয়াম আহমেদ

১৬

সেনাসদস্যদের সর্বোচ্চ দায়িত্বপালনে প্রস্তুত থাকতে হবে : সেনাপ্রধান

১৭

নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি না : মির্জা ফখরুল 

১৮

প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ

১৯

১০ দফা দাবি আদায়ে নরসিংদীতে কৃষকদের মানববন্ধন

২০
X