বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, সাবধান, আর যাতে কেউ ফ্যাসিস্ট না হতে পারে। আর যাতে কেউ কারও জমি দখল করতে না পারে, কেউ যাতে কাউকে অত্যাচার না করে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জামালপুর বকশীগঞ্জ পৌরশহরের খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসা মাঠে বকশীগঞ্জ উপজেলা ও পৌর শাখা বিএনপির সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ কী মারা গেছে? টাকা চুরি, ব্যাংক চুরি, লুটতরাজ, খুন আর হত্যা করে পালিয়েছে।
তিনি আরও বলেন, এখানে যেন সব মানুষ সমবণ্টনের মাঝে বসবাস করতে পারে। আমি এমনটাই চাই। যতদিন বেঁচে আছি আমি আপনাদের সঙ্গে আছি। এ জীবন বিসর্জন দিয়েছি।
১৭ বছর কিছু করতে পারেননি জানিয়ে রশিদুজ্জামান মিল্লাত বলেন, আমাদের ব্যবসা করতে দেওয়া হয়নি। এখন সন্ত্রাসী সংগঠনের ভয় নেই। গরিবের জন্য বরাদ্দের সাহায্য গরিবরাই পাবে। উন্নয়ন বরাদ্দের টাকা কারও পকেটে যাবে না, এখানে যে টাকায় রাস্তা হওয়ার কথা তার তিনগুণ বরাদ্দ বাড়িয়ে এনে আজমের লোকজন কাজ করত। এসবের দিন শেষ ইনশাআল্লাহ।
বিএনপির এ নেতা বলেন, আপনারা ১৭ বছর যে ধৈর্য ধরে আছেন, এ বছরের মধ্যে নির্বাচন হবে, নির্বাচনে আপনারা ভোট দিবেন। শান্তি, সম্প্রীতি আর সহমর্মিতা বজায় রেখে নিজেদের মধ্যে ঐক্য রাখুন। দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানাই।
বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগরের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেস আলী মামুন।
মন্তব্য করুন