মোংলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) স্টোররুম থেকে দুই বছর আগের বিপুল ত্রাণের খাদ্যসামগ্রীর সন্ধান পেয়েছে জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এসব খাদ্যসামগ্রী বের করেন বাগেরহাট জেলা নাগরিক কমিটির প্রতিনিধিরা।
বস্তা ও কার্টনে থাকা এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, চিড়া, গুড়, স্যালাইন ও বিস্কুট। গেল ঘূর্ণিঝড় রিমালে দুর্গতদের জন্য এসব খাদ্যসামগ্রী সরকারের বরাদ্দ দেওয়া ছিল। এসব ত্রাণসামগ্রীর বস্তায় ঘূর্ণিঝড়ে বিনামূল্যে বিতরণর জন্য লেখা রয়েছে। কিন্তু ঘূর্ণিঝড়ের সময় এসব সামগ্রী বিতরণ না করে আত্মাসাতের উদ্দেশে গোপন মজুত করে রাখা হয়েছিল বলে দাবি নাগরিক কমিটির নেতাদের। এ ছাড়াও শীতের কম্বলও পাওয়া যায় সেখানে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।
পিআইও মো. মতিউর রহমান জানান, যেহেতু মোংলা উপকূলীয় এলাকা এখানে সব সময় দুর্যোগ লেগেই থাকে। সেহেতু এখানে কিছু সামগ্রী দুর্যোগকালীন সময়ের জন্য রাখা হয়েছে। এগুলো আত্মসাৎ করার কোনো প্রশ্নই আসে না।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুর ইসলাম বলেন, আমি এ বিষয়টি নিয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
মন্তব্য করুন