অন্তর্বর্তী সরকার যদি সংস্কারের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে না পারে তাহলে দ্রুত তারা গ্রহণযোগ্যতা হারাবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।
শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টায় উত্তরবঙ্গের নীলফামারী প্রেস ক্লাবে এবি পার্টি আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এবি পার্টির সদস্যসচিব অধ্যাপক আলতাফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।
দলের অপর শীর্ষ নেতা ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, অধিকার বঞ্চনার জায়গা থেকে সমাধান বের করার রাজনীতি হলো এবি পার্টির রাজনীতি। অতীতে আমাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। শত প্রতিবন্ধকতা মাড়িয়ে রক্ত ও জীবন দিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি করেছি, একে সফল করে তুলতেই হবে।
জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে এই মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, আওয়ামী লীগ দীর্ঘমেয়াদে যে ফ্যাসিবাদ কায়েম করেছে তার প্রভাব থেকে জাতি ও রাষ্ট্রকে মুক্ত করতেই অনেকগুলো মৌলিক সংস্কার দরকার। এর জন্য অবশ্যই সময় লাগবে।
তিনি আরও বলেন, সমস্যা হচ্ছে সংস্কারের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে না পারলে যত সময় যাবে তত এই অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারাবে, তখন সংস্কার ও নির্বাচন উভয়টাই ঝুঁকির মধ্যে পড়বে। আমরা তাই সরকারকে বলছি আরও সতর্ক হোন, আন্তরিকতা দিয়ে কাজ করুন। এ জাতি আর আশাহত হতে চায়না।
জেলা সদস্যসচিব অধ্যাপক আলতাফ হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা ছাড়াও উপস্থিত ছিলেন, এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র সহকারী সদস্যসচিব জননেতা আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুর রউফ, অধ্যাপক আবু হেলাল, অধ্যক্ষ শহিদুল ইসলাম, মেহেদী হাসান চৌধুরী পলাশ, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু বকর সিদ্দিক প্রমুখ।
মন্তব্য করুন