সিলেট ব্যুরো
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে : জামায়াত আমির

সিলেটে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা  
সিলেটে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা  

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে; দেশকে যারা সম্মান করে না, তারা দেশে কারো কাছে ভোট চাইবে কী করে। এ রকম আগ্রাসী রাজনৈতিক দলকে দেশের মানুষ আর চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জামায়াতের সিলেট জেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি, কেবল আল্লাহর কাছে মাথা নত করেছে।’

জামায়াতের আমির আরও বলেন, ‘জামায়াত ১৬ বছর অনেক ত্যাগ করেছে, আরও ত্যাগের জন্য প্রস্তুত। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে চাই।’

তিনি বলেন, ‘পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি কখনো আনসার লীগ, চাকরি লীগ, ইসকন লীগ হয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্বজ্ঞানহীন নয় বরং ধৈর্যের পরিচয় দিয়ে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখছে।’

সমাবেশে তিনি সাবেক স্বৈরাচার সরকারকে ইঙ্গিত করে আরও বলেন, ‘খুনিরা গর্তে ঢুকেছে কিন্তু বিদেশে বসে ষড়যন্ত্রকারীরা দেশের শান্তি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে। কিন্তু জামায়াতে ইসলাম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের সব মানুষের সঙ্গে ঐক্যবদ্ধ।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন বাংলাদেশ গড়ত চায় যেখানে নারী-পুরুষের সমঅধিকার থাকবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই জামায়াতে ইসলামীর একমাত্র লক্ষ্য। সে জন্য দেশের জনগণের পূর্ণ সহযোগিতার দরকার। আর জনগণকে কাছে টানতেই ইতিবাচক রাজনীতি করছে জামায়াতে ইসলাম।’

একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘পাড়া-মহল্লায় চাঁদাবাজি হচ্ছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা দুর্নীতি করি না, কাউকে করতেও দেব না। এ কাজ জামায়াতের একার পক্ষে সম্ভব না। এতে জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে।’

এর আগে ভোর থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনকে ঘিরে দলটির নেতাকর্মীরা ছোট ছোট দলে মিছিল সহকারে সমাবেশস্থলে আসেন। এ ছাড়া সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করেন আমির ডা. শফিকুর রহমান। পরে ন্যাশনাল ডক্টরস ফোরাম সিলেটের আয়োজনে বিভাগীয় চিকিৎসক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের আমির। নগরের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুষ ও চাঁদাবাজি নিয়ে জামায়াত আমিরের হুঁশিয়ারি

তুরস্কের ১৬ সদস্যের প্রতিনিধির সঙ্গে গুলশানে বিএনপির বৈঠক চলছে

শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি : মির্জা ফখরুল

তিন জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

আ.লীগ-স্বেচ্ছাসেবক লীগের পলাতক তিন নেতা গ্রেপ্তার

কবি হেলাল হাফিজ আর নেই

দুর্ঘটনায় আহত অপূর্ব-পাভেল-তাসনিয়া ফারিণ

বিশ্ব ইজতেমা ঘিরে টঙ্গীতে সেনাবাহিনীর টহল জোরদার

বাশার আল আসাদকে নিয়ে কী করতে চাইছে রাশিয়া

আদালতের নির্দেশ উপেক্ষা করে বারভিডার নির্বাচন প্রস্তুতি

১০

অফিসে ঢুকে ভূমি কর্মকর্তার ওপর হামলা

১১

১৫তম জাতীয় স্নাতক গণিত অলিম্পয়াড আঞ্চলিক পর্ব শুরু

১২

‘রাষ্ট্রীয় ক্ষমতায় না থেকেও বিএনপি মানুষের কল্যাণে কাজ করছে’

১৩

মুসলমানদের মধ্যে মতভেদের সুযোগ নিচ্ছে ইসরায়েল

১৪

মার্কিন প্রতিবেদন / ২০২৩ সালে বাংলাদেশে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা হয়নি

১৫

মামলা নিতে সময় চেয়েছেন ওসি, নেতা চেয়েছেন টাকা

১৬

তিন জেলায় বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

১৭

জুবায়েরপন্থিদের ৩৪ জনের নামে মামলা, সাদপন্থিদের বিরুদ্ধে বিক্ষোভ

১৮

ভুট্টা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৯

৩২১ রান করেও হেরে যাওয়ায় হতাশ মিরাজ

২০
X