নাটোরের বাগাতিপাড়ায় রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) বাগাতিপাড়া সদর ইউনিয়নের ইয়াছিনপুর ২২৫নং রেল ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রেল ব্রিজের নিচে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ব্রিজের ওপর থেকে নিচে পড়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয়রা।
বাগাতিপাড়া মডেল থানার ওসি আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহের পোশাক দেখে প্রাথমিকভাবে ভিক্ষুক বা মানসিক প্রতিবন্ধী বলে মনে হচ্ছে। নিহতের নাম পরিচয় শনাক্তে ইতোমধ্যে পিবিআই টিম কাজ শুরু করেছে।
মন্তব্য করুন