এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ১৭শ শহীদের লাশের ওপর নতুন বাংলাদেশ গঠিত হয়েছে। ফ্যাসিবাদ আর ফিরে আসার সুযোগ নেই।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে ফেনীতে এবি পার্টি আয়োজিত রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় মঞ্জু আরও বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। যার কারণে দেশে বিভিন্ন অস্থিরতা বিরাজ করছে। তবে বাংলার স্বাধীনচেতা জনগণ কখনো ভারতের আধিপত্যবাদ মেনে নেবে না। ভারত বিগত বন্যায় পানি ছেড়ে দিয়ে ফেনীবাসীকে সর্বস্বান্ত করে দিয়েছে। এখন ফেনীকে ভারতের অংশ বানানোর ষড়যন্ত্র করছে। এসব চক্রান্তে কোনো কাজ হবে না।
এসময় তিনি ফেনীতে শমশের গাজীর নামে সেনানিবাস প্রতিষ্ঠা এবং ২০২৪-এর শহীদদের নামে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং ফেনী থেকে চট্টগ্রাম পর্যন্ত মেট্রোরেল প্রতিষ্ঠার দাবি জানান তিনি
ফেনী জেলা এবি পার্টির আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহর সভাপতিত্বে ও ফেনী জেলা এবি পার্টির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সাজুর সঞ্চালনায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও সদস্য প্রকৌশলী শাহ আলম বাদল।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফেনী জেলা এবি পার্টির সেক্রেটারি অধ্যাপক ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন বাহার, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক মাস্টার শাহ আলম শাহীন সোলতানী, অফিস সম্পাদক মীর ইকবাল ভূঞা, সমাজসেবা সম্পাদক এবি সিদ্দিক ভূঞা, প্রচার সম্পাদক হাবিব মিয়াজী, নারীবিষয়ক সম্পাদিকা জাহানারা আক্তার মণি প্রমুখ।
মন্তব্য করুন