নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত নেতাকে পেটানোর ঘটনায় পলকসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

থানায় মামলার অভিযোগ জমা দিচ্ছেন জামায়াত নেতারা। ছবি : কালবেলা
থানায় মামলার অভিযোগ জমা দিচ্ছেন জামায়াত নেতারা। ছবি : কালবেলা

নাটোরের সিংড়া উপজেলায় জামায়াত নেতাকে অপহরণের পর হাতুড়িপেটার ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী জামায়াত নেতা আব্দুর রাজ্জাক বাদী হয়ে সিংড়া থানায় অভিযোগ দায়ের করেন। সিংড়া থানার ওসি আবুল কালাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী জামায়াত নেতা আব্দুর রাজ্জাক সিংড়া উপজেলার করচমাড়িয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি উপজেলার ছাতারদিঘি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি।

এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১০ নভেম্বর সিংড়ার কালীগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে আলীগঞ্জ এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘনিষ্ঠ সহচররা মাইক্রোবাসযোগে আব্দুর রাজ্জাককে অপহরণ করে নিয়ে যায়। পরে পলকের নির্দেশে পলকের ঘনিষ্ঠ সহচরখ্যাত সাবেক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেল, আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম ভোলা, মোজাম্মেল হোসেন, শাহজাহান আলীসহ অন্যান্য সহযোগীরা হাতুড়ি দিয়ে আব্দুর রাজ্জাকে উপর্যুপরি আঘাত করে হাত-পা ভেঙে রেখে যায়।

অভিযোগে দাবি করা হয়, ২০১৮ সালের ১৯ নভেম্বর ছাতার বাড়িয়া এলাকায় একটি ইসলামী জলসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফ্যাসিবাদী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিতের নাম উচ্চারণ করে আব্দুর রাজ্জাককে দোয়া করার নির্দেশ দেন প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরে তিনি নির্দেশ অমান্য করলে সবার উপস্থিতিতে পলক তাকে দেখে নেওয়ার হুমকি দেন।

ওই দুই ঘটনায় আব্দুর রাজ্জাক বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। এ সময় অন্যদের মধ্যে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, কর্মপরিষদ সদস্য আফছার আলী, সিংড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ, পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উল্লাহ উপস্থিত ছিলেন।

মামলার বাদী আব্দুর রাজ্জাক জানান, হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়ার ঘটনায় দীর্ঘদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বর্তমানে ঠিকমতো চলাফেরা করতে পারেন না বলেও তিনি জানান। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

সিংড়া থানার ওসি আসমাউল হোসেন জানান, এই বিষয়ে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিপিডিএলের হ্যাপি কমিউনিটি মিট

ডাচ বাংলা ব্যাংকের দুই এজেন্টকে অপহরণের অভিযোগ

জাঙ্গুর সেঞ্চুরিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ

রাসেল ভাইপারসহ কৃষক হাসপাতালে

নিখোঁজের চারদিন পর আতিকের লাশ পেল পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / হত্যা মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

ছাত্র আন্দোলনে হামলা, কুবির ২ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

‘দেশে বেকারত্বের অন্যতম কারণ দক্ষ জনবলের অভাব’

‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ এর যাত্রা শুরু

বই পড়ে পুরস্কার পেল ১২ শিক্ষার্থী

১০

আরটিভির পরিচালক ওয়াহিদুজ্জামানের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল

১১

ক্লাইমেট ট্যাংক এক্সেলারেটর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন খুবি

১২

ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করল চুয়েট

১৩

শিশুরাও পাবে বড়দের সমান শাস্তি!

১৪

এখন নির্বাচন হলে কোন দল কত ভোট পাবে, উঠে এল জরিপে

১৫

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৪ নাগরিকের উদ্বেগ

১৬

১৩০ দিন পর চালু হলো শেরপুর জেলা কারাগার

১৭

৪ মাসেও হামলাকারীদের বিষয়ে ব্যবস্থা নেয়নি জাবি প্রশাসন, শিক্ষার্থীদের ক্ষোভ

১৮

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে অভিযোগ গঠন

১৯

‘ইন্ডিয়ার দালাল প্রতিনিধি এদেশে বরদাশত করব না’

২০
X