কুমিল্লার মুরাদনগরের ফ্যাসিবাদীরা ভোল পাল্টাচ্ছেন। ওই এলাকার আওয়ামী লীগের দুইবারের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন গোলাম কিবরিয়া। ইউসুফের পক্ষে স্থানীয় প্রশাসনসহ সব কার্যক্রম সমন্বয় করতে তিনি। কিন্তু ৫ আগস্ট আ.লীগের সরকার পতনের পর তিনি (কিবরিয়া) ও তার সহযোগিরা বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আন্দোলনে থাকা প্রথম সারির নেতাকর্মীরা। ফ্যাসিস্টরা যেন পুনর্বাসিত হতে না পারে সেজন্য মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও অনশন কর্মসূচিও করেছেন তারা।
জানা গেছে, গোলাম কিবরিয়া সরাসরি আ.লীগের হয়ে ইউসুফ আব্দুল্লাহর নির্বাচন পরিচালনা করতেন। তার হয়ে নৌকার পক্ষে ভোট চাওয়ার একাধিক ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও তার ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়েছে। এসব ছবি দেখার পর ক্ষুব্ধ হয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের মুরাদনগরের নেতাকর্মীরা।
এ বিষয়ে মুরাদনগরে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়াদের একজন সিয়াম খান বলেন, আ.লীগের দোসরদের নিয়ে প্রোগ্রামে বসা হচ্ছে। দেশ স্বাধীন হওয়ার পর কোম্পানিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তারা সমন্বয়ক পরিচয় দিয়ে টাকা তুলছে। এরা সবাই আ.লীগের লোক। বিগত মাসগুলোতে তারা আওয়ামী দোসরদের পক্ষে প্রচারণা চালিয়েছে।
কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে আ.লীগ সরকারের সহযোগিদের ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রতিহত করতে মুরাদনগর উপজেলার বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা বিক্ষোভ করেছে। গত মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় তারা ডিআর উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে বেশ কিছু শিক্ষার্থী অনশনও করেন।
বিক্ষোভে অংশ নেওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের মুরাদনগরের নেতা আশিকুর রহমান বলেন, মুরাদনগর উপজেলা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, গত জুলাই থেকে এ পর্যন্ত যারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছে এবং দেশ গড়ার কাজ করে যাচ্ছে তাদের বাইরে মুরাদনগরে বৈষম্যবিরোধী আন্দোলনে কাউকে স্থান দেওয়া হবে না। আর যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাদের মুরাদনগরে স্থান দেওয়া হবে না।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাহিদুল নাঈম, সিয়াম খান, আশিকুর রহমান। প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, আবদুর রহমান উজ্জ্বল, সাব্বির হোসেন, মেহেদি হাসান আবেদ, শাহপরান, মেহেদি হাসান, সাইফুল ইসলাম শান্ত, ফয়সাল ইকবাল, শরীফুল ইসলাম, ফাহিম হোসেন, এনামুল হক, দীপু, এনামুল হক, তাহসিন, ইমন, দোলন, আরিফ, অলি, শান্ত, জয়, প্রান্ত, রাফি, আরফিন, আরিফ, আক্তার, ইসমাইল, আকাশসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মন্তব্য করুন