রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ
গণকবরের টাকা আত্মসাৎ

কালবেলায় সংবাদ প্রকাশের পর প্রকল্প কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

বাঁ থেকে- স্ট্যান্ড রিলিজ হওয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ও নদীর পাশে গণকবরস্থান। ছবি : কালবেলা
বাঁ থেকে- স্ট্যান্ড রিলিজ হওয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ও নদীর পাশে গণকবরস্থান। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের রামগতিতে গণকবরের টাকা আত্মসাতের ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) উপজেলা প্রশাসন ও বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়।

তবে শুক্রবার (২৮ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়। এর আগে গত মঙ্গলবার (২৬ নভেম্বর) দৈনিক কালবেলা ‘গণকবরস্থানের টাকাও আত্মসাৎ!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।

সূত্রে জানা গেছে, রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিশেষ গণকবর হওয়ার কথা। গত ২০২৩-২৪ অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের আওতায় প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে ধরা হয় গণকবরে। ওই প্রকল্পের কাজ এক বছরেও সম্পন্ন করতে পারেনি সংশ্লিষ্টরা। অথচ প্রকল্পের সমপরিমাণ বিল উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলে জানান স্থানীয়রা।

সরেজমিন গিয়ে দেখা গেছে, গণকবরের প্রবেশ পথে বিশাল ভুলুয়া নদী। যেখানে যেতে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। গণকবরের চারদিকে নেই কোনো ঘনবসতিও। রাস্তা ও ব্রিজ না করে গণকবর করায় এলাকাবাসীর মাঝে প্রশ্নের শেষ নেই।

স্থানীয় আতিকুল ইসলাম, রইজুল, হুমায়ুন কবির ক্ষোভ প্রকাশ করে জানান, যে স্থানে গণকবর দেওয়া হয়েছে সেখানে মৃত মানুষ নিতে অনেক সমস্যা রয়েছে। বর্ষা মৌসুমেও গণকবরে যাওয়ার কোনো উপায় নেই। উপজেলা প্রশাসন প্রকল্প সংশ্লিষ্টদের মাধ্যমে টাকা আত্মসাৎ করতে এমন মহাপরিকল্পনা করেছেন।

তারা আরও বলেন, প্রকল্পের কাজ অসমাপ্ত রেখে কীভাবে বিল-ভাউচারে স্বাক্ষর করেন। উপজেলা ইউএনও এবং পিআইওর যোগসাজশে প্রকল্পের টাকা ভাগ-বাটোয়ারা করে সম্পূর্ণ দুর্নীতি-অনিয়ম করেছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত গণকবরের আশপাশে পুনরায় কাজ করতে জনপ্রতিনিধিদের আনাগোনা দেখা গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, গণকবরের কাজ চলার সময় আমি দেশের বাইরে হজে ছিলাম। বিষয়টা কী হয়েছে না হয়েছে আমি জানি না। আমি একটু অবগত হই; আমি রোববার অফিসে গেলে আপনারাও আসেন।

স্ট্যান্ড রিলিজের বিষয়টি তিনি নিশ্চিত করে বলেন, লক্ষ্মীপুর থেকে আমাকে কুমিল্লায় দেওয়া হয়েছে। অফিস অর্ডার মানতে তো হবেই।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. আমজাদ হোসেন কালবেলাকে বলেন, উপকূলীয় মানুষের দুঃখ-দুর্দশার কথা ভেবে গণকবর করার উদ্যোগ গ্রহণ করেছি। পর্যায়ক্রমে সব ইউনিয়নেই এমন সামাজিক অতিগুরুত্বপূর্ণ কার্যক্রম চলবে। অতিদ্রুতই ওই প্রকল্পের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে। এ ছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এমন অসমাপ্ত কাজের বিষয়টি আমাকে অবহিত করেননি। সত্যিই বিষয়টি দুঃখজনক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি-বিদেশি চক্রান্তকারীরা দাঙ্গা লাগাতে চায় : স্বপন

বিদ্যুৎ বিলে শেখ হাসিনার প্রচার অব্যাহত

‘হেলমেটে হাত বুলালে মনে হয়, ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি’

চিন্ময়-ইসকন ইস্যু ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে 

জুলাই বিপ্লবে হতাহতদের পরিবারের জন্য কনসার্টে গাইবেন ফাতেহ আলী খান

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত-পাকিস্তানের অচলাবস্থা, আইসিসি বৈঠক স্থগিত

কলকাতায় ডেপুটি হাইকমিশনের বাইরে বিক্ষোভ, বাংলাদেশের কড়া প্রতিবাদ

দেশের স্বার্থ অক্ষুণ্ন রাখতে জামায়াত বদ্ধপরিকর : আবদুল হালিম 

শিল্পা শেঠির বাসায় তল্লাশি

নিখোঁজের ৫ দিন পর মিলল শিশুর অর্ধগলিত মরদেহ

১০

এনআরবি ব্যাংকে চাকরির সুযোগ

১১

জাফলংয়ে পাহাড়ের খাদে পড়ল পর্যটকবাহী বাস

১২

এসএসসি পরীক্ষার ফরম পূরণে ফি বৃদ্ধি

১৩

মাত্র ১৫ দিনেই উধাও হবে শরীরের থলথলে চর্বি!

১৪

বিরাট সুযোগ, ৩ লাখ কর্মী নেবে জার্মানি

১৫

গাইবান্ধায় মসজিদ কমিটি নিয়ে দুগ্রুপের সংঘর্ষে নিহত ১

১৬

ময়মনসিংহে কীটনাশক কারখানায় আগুন

১৭

গো-গার্লস নিয়ে ব্যস্ত উপস্থাপিকা সোনিয়া রিফাত 

১৮

বিশ্ববিখ্যাত এসিসি ব্র্যান্ডের কম্পিউটার পণ্য তৈরি করছে ওয়ালটন ডিজি-টেক

১৯

মুসলিমদের সঙ্গে বেইমানি করলেন মাখোঁ!

২০
X