সীমান্তসংলগ্ন মিয়ানমারে আরাকান আর্মি ও জান্তা সরকারের চলমান সংঘাতের জেরে বিমান হামলা ও ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। যার বিকট শব্দে কেঁপেছে টেকনাফ, আতঙ্কিত হয়েছে সীমান্তের লোকজন। নাফ নদীর ওপারে দেখা গেছে ধোঁয়ার কুণ্ডলী।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ওপার থেকে যে বিস্ফোরণের শব্দ ভেসে এসেছে, তা নতুন করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।
সীমান্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে পরপর তিন থেকে পাঁচটি বিস্ফোরণের শব্দ ভেসে আসে। আর বিস্ফোরণের শব্দের সঙ্গে সঙ্গে তীব্রভাবে কেঁপে ওঠে সীমান্ত এলাকার ঘরবাড়ি থেকে শুরু করে সব ধরনের স্থাপনা। ঘরে, কর্মক্ষেত্রে বা ব্যবসা প্রতিষ্ঠানে যারা বসে ছিলেন তারা ভয়ে বাইরে ছুটে যান। অনেকেই ভেবেছিলেন, ভূমিকম্প হচ্ছে বুঝি।
টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন বলেন, বৃহস্পতিবার রাতের বিস্ফোরণের শব্দটি অনেক বেশি ভয়াবহ। এত বিকট শব্দ আগে কখনো শুনিনি। এত জোরেও কখনো ঘরবাড়ি কেঁপে ওঠেনি।
টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল বলেন, সীমান্তের ওপারে বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কিত টেকনাফ সীমান্ত এলাকার বাসিন্দারা।
এ বিষয়ে টেকনাফ উপজেলার ইউএনও দায়িত্বে থাকা (ভূমি) সহকারী কমিশনার আরিফ উল্লাহ নিজামী বলেন, জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজনের মাধ্যমে সীমান্তে বিস্ফোরণের খবর পেয়েছি এবং আমি নিজেও শুনেছি। সীমান্তে লোকজনদের সতর্ক থাকতে বলা হয়েছে।
মন্তব্য করুন