কমিটি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে পৌরশহরের গভ. মডেল গার্লস হাইস্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে বোরহান উদ্দিন (২১) ও ফয়সাল (২৭) নামে দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, কমিটি গঠনকে কেন্দ্র করে শনিবার বিকালে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় পৌরশহরের গভ. মডেল গার্লস হাইস্কুলের ভেতরে একটি সভার আয়োজন করা হয়। সভায় বৈষম্যবিরোধী আন্দোলনে অবস্থান নেওয়া শহর ও উপজেলা থেকে শিক্ষার্থীরা উপস্থিত হন। সভার এক পর্যায়ে কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে দুটি পক্ষ তৈরি হয়। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে মারামরি শুরু হয়। এ সময় বেশ কয়েকজন আহত হন।
তাদের মধ্যে ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং বোরহান ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। দুটি পক্ষ কারা বিষয়টির তদন্ত চলছে। সংঘর্ষে চার-পাঁচজন আহত হন। এ ঘটনায় দুই পক্ষের কেউই থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন